অবাস্তব কিছুকে বোঝানো হয়, 'সাপের পাঁচ পা' এই প্রবাদটি দিয়ে। কিন্তু বাস্তবে সাপের পাঁচ পা পাওয়া না গেলেও এক পা যুক্ত সাপের সন্ধান পাওয়া গেল চীনে!
ডিন নামের একজন বয়স্ক মহিলা ভয়ঙ্কর সাপের মুখোমুখি হলেন। একদিন মাঝ রাতে হঠাৎ ঘুম ভাঙার পর তিনি দেখলেন দেয়াল বেয়ে সাপ উঠছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, ডিন লক্ষ্য করলেন সাপটির একটি পা আছে! প্রচণ্ড ভয় পেয়ে ডিন একটি জুতা দিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেললেন। এরপর অদ্ভুত সেই সাপটিকে একটি অ্যালকোহলের বোতলে সংরক্ষণ করলেন তিনি। ১৬ ইঞ্চি ওই লম্বা সাপটিকে চীনের নানচাং প্রদেশের ওয়েস্ট নরমাল ইউনিভার্সিটির লাইফ সায়েন্স ডিপার্টমেন্টে পাঠানো হলো গবেষণার জন্য। গবেষকরা ধারণা করছেন এটি গুঁই প্রজাতির সাপ ও সাপের শংকর প্রজাতি।