বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনজীবীরা এখন ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনই তারা দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে নির্বাচনী প্রচারণায় শামিল হচ্ছেন। সভা-সমাবেশ ও সেমিনারের পাশাপাশি ফোন, ফেসবুকসহ যোগাযোগের বিভিন্ন মাধ্যমকে কাজে লাগিয়ে তারা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছার চেষ্টা করছেন। নিজের ও নিজের প্যানেলের পক্ষে ভোট চাইছেন। পর্যবেক্ষকরা মনে করছেন, এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক দুই প্যানেলের আইনজীবীরাই। এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের মধ্যে রয়েছেন সাধারণ আসনে এম আমীর-উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, রোকন উদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু, জেড আই খান পান্না, শ ম রেজাউল করিম, পরিমল চন্দ্র গুহ। আঞ্চলিক আসনে কাজী মো. নজিবুল্লাহ হিরু, এইচ আর জাহিদ আনোয়ার, মো. ইব্রাহিম হোসেন চৌধুরী, সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া ও মো. রেজাউল করিম। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন সাধারণ আসনে খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, এ এম মাহবুবউদ্দিন খোকন, মো. সানাউল্লাহ মিয়া, মো. বদরুদ্দোজা বাদল, বোরহান উদ্দিন এবং মহসিন মিঞা। আঞ্চলিক আসনে গোলাম মোস্তফা খান, আবদুল্লাহ হিল বাকী, আবদুল মালেক, মো. ইসহাক, এ কে এম হাফিজুর রহমান, মো. কাইমুল হক রিংকু এবং মো. কবির চৌধুরী। নির্বাচন সম্পর্কে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্র্থী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, এবারের নির্বাচনে দল-মত-নির্বিশেষে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক বছর ধরে বার কাউন্সিলে স্থবিরতা চলছে, আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি, দলীয় কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। এবার তার বিপরীতে আইনজীবীরা একটি স্বচ্ছ নির্বাচন ও পরিবর্তন আশা করছেন। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল বলেন, আমরা অত্যন্ত আশাবাদী যে পূর্ণ প্যানেলই জিতব। গত তিন বছরে আইনজীবীদের বেনাভোলেন্ট ফান্ডসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কর্মকাণ্ড করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। বার কাউন্সিলের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে হলে আমাদের পূর্ণ প্যানেলকেই জিতিয়ে আনতে হবে। এ বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, নির্বাচন উপলক্ষে আমাদের নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। সারা দেশের আইনজীবীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। বার কাউন্সিলকে ইতিপূর্বে দলীয় কার্যালয়ের মতো ব্যবহারের ঘটনায় সাধারণ আইনজীবীরা পেশাগত সেবা থেকে বঞ্চিত হওয়ায় তারা পরিবর্তনের পক্ষে সোচ্চার। দলীয় প্রতিষ্ঠানের পরিবর্তে আইনজীবীদের কল্যাণে বার কাউন্সিলের হৃত গৌরব পুনরুদ্ধারে সাধারণ আইনজীবীদের ব্যাপক সমর্থনের ব্যাপারে আমরা আশাবাদী। এ ছাড়া ভোটার তালিকায় চরম অনিয়ম আবিষ্কৃত হওয়ার পরে বর্তমান কমিটির যোগ্যতা, সততা ও উদ্দেশ্য নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। সে কারণে সাধারণ আইনজীবীরা ক্লিন ইমেজের প্রার্থীদের নির্বাচিত করার পক্ষে ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন।
শিরোনাম
- ধনী দেশগুলো ব্যর্থ প্যারিস চুক্তি বাস্তবায়নে: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫০৩ মামলা
- রায়ের পর হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন হবে : প্রসিকিউটর
- ঢাকা-গোপালগঞ্জসহ চার জেলায় নিরাপত্তার দায়িত্বে বিজিবি
- মওলানা ভাসানী সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবেন: তারেক রহমান
- ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুষ্টিয়ায় ট্রাকে আগুন
- বিএনপি এখনো ইউনূস সরকারের প্রতি আস্থাশীল : রিজভী
- ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের অংশীদারিত্ব’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- ‘ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় ঘিরে একটি মহল নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে’
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
২৬ আগস্ট নির্বাচন
বার কাউন্সিলে এবার হাড্ডাহাড্ডি লড়াই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর