বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনজীবীরা এখন ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনই তারা দেশের বিভিন্ন আইনজীবী সমিতিতে নির্বাচনী প্রচারণায় শামিল হচ্ছেন। সভা-সমাবেশ ও সেমিনারের পাশাপাশি ফোন, ফেসবুকসহ যোগাযোগের বিভিন্ন মাধ্যমকে কাজে লাগিয়ে তারা ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছার চেষ্টা করছেন। নিজের ও নিজের প্যানেলের পক্ষে ভোট চাইছেন। পর্যবেক্ষকরা মনে করছেন, এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ ও বিএনপি সমর্থক দুই প্যানেলের আইনজীবীরাই। এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীদের মধ্যে রয়েছেন সাধারণ আসনে এম আমীর-উল ইসলাম, আবদুল বাসেত মজুমদার, রোকন উদ্দিন মাহমুদ, আবদুল মতিন খসরু, জেড আই খান পান্না, শ ম রেজাউল করিম, পরিমল চন্দ্র গুহ। আঞ্চলিক আসনে কাজী মো. নজিবুল্লাহ হিরু, এইচ আর জাহিদ আনোয়ার, মো. ইব্রাহিম হোসেন চৌধুরী, সারওয়ার আহমদ চৌধুরী আবদাল, পারভেজ আলম খান, মো. ইয়াহিয়া ও মো. রেজাউল করিম। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন সাধারণ আসনে খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, এ এম মাহবুবউদ্দিন খোকন, মো. সানাউল্লাহ মিয়া, মো. বদরুদ্দোজা বাদল, বোরহান উদ্দিন এবং মহসিন মিঞা। আঞ্চলিক আসনে গোলাম মোস্তফা খান, আবদুল্লাহ হিল বাকী, আবদুল মালেক, মো. ইসহাক, এ কে এম হাফিজুর রহমান, মো. কাইমুল হক রিংকু এবং মো. কবির চৌধুরী। নির্বাচন সম্পর্কে সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্র্থী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেন, এবারের নির্বাচনে দল-মত-নির্বিশেষে আইনজীবীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। গত কয়েক বছর ধরে বার কাউন্সিলে স্থবিরতা চলছে, আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়নি, দলীয় কার্যক্রম বাস্তবায়নের চেষ্টা করা হয়েছে। এবার তার বিপরীতে আইনজীবীরা একটি স্বচ্ছ নির্বাচন ও পরিবর্তন আশা করছেন। আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল বলেন, আমরা অত্যন্ত আশাবাদী যে পূর্ণ প্যানেলই জিতব। গত তিন বছরে আইনজীবীদের বেনাভোলেন্ট ফান্ডসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নমূলক কর্মকাণ্ড করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে। বার কাউন্সিলের স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে হলে আমাদের পূর্ণ প্যানেলকেই জিতিয়ে আনতে হবে। এ বিষয়ে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের প্রার্থী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম বলেন, নির্বাচন উপলক্ষে আমাদের নির্বাচনী প্রচারণা অব্যাহত রয়েছে। সারা দেশের আইনজীবীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি। বার কাউন্সিলকে ইতিপূর্বে দলীয় কার্যালয়ের মতো ব্যবহারের ঘটনায় সাধারণ আইনজীবীরা পেশাগত সেবা থেকে বঞ্চিত হওয়ায় তারা পরিবর্তনের পক্ষে সোচ্চার। দলীয় প্রতিষ্ঠানের পরিবর্তে আইনজীবীদের কল্যাণে বার কাউন্সিলের হৃত গৌরব পুনরুদ্ধারে সাধারণ আইনজীবীদের ব্যাপক সমর্থনের ব্যাপারে আমরা আশাবাদী। এ ছাড়া ভোটার তালিকায় চরম অনিয়ম আবিষ্কৃত হওয়ার পরে বর্তমান কমিটির যোগ্যতা, সততা ও উদ্দেশ্য নিয়ে ব্যাপক প্রশ্নের সৃষ্টি হয়েছে। সে কারণে সাধারণ আইনজীবীরা ক্লিন ইমেজের প্রার্থীদের নির্বাচিত করার পক্ষে ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন।
শিরোনাম
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
২৬ আগস্ট নির্বাচন
বার কাউন্সিলে এবার হাড্ডাহাড্ডি লড়াই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর