শিরোনাম
শনিবার, ৪ জুন, ২০১৬ ০০:০০ টা

মোবাইল ফোনে অতিরিক্ত টাকা কাটা শুরু

নিজস্ব প্রতিবেদক

মোবাইল ফোনে অতিরিক্ত টাকা কাটা শুরু

জাতীয় বাজেটে মোবাইল সেবার ওপর সম্পূরক শুল্ক বাড়ানোর প্রস্তাবের পর গ্রাহকের কাছ থেকে অতিরিক্ত টাকা কাটা শুরু করেছে মোবাইল অপারেটরগুলো। গ্রাহকদের এসএমএসের মাধ্যমে অতিরিক্ত টাকা কাটার বিষয়ে জানিয়েও দিচ্ছে মোবাইল অপারেটরগুলো। গতকাল একটিমোবাইল অপারেটর কোম্পানির পাঠানো বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজস্ব বোর্ডের সাম্প্রতিক নির্দেশনা ও সরকারি আদেশনামা অনুসারে সব মোবাইল ফোন সেবার ওপর বর্তমানের ৩ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ৩ জুন থেকে সব  মোবাইল ফোন সেবার ওপর পরিবর্তিত চার্জ প্রযোজ্য হবে। আরেকটি অপারেটর সূত্র জানায়, সরকারের নির্দেশনা অনুযায়ী নতুন ট্যারিফ কার্যকর করা হয়েছে।

সর্বশেষ খবর