সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ওই ঘটনায় বেঁচে যাওয়া ছাত্র আল আমীন গতকাল ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষ তাকে জেরা করে। আদালত আগামী ৩০ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী শাকিলা ইয়াসমিন। সাক্ষ্যে আল আমীন বলেন, তারা ডাকাত নয়, এ বিষয়টি বার বার বলার পরও স্থানীয় লোকজন তাদের মারধর করেছে। আল আমীন সাক্ষ্যে আরও বলেন, ২০১১ সালের ১৭ জুলাই শবেবরাতে আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলাচরে বন্ধুদের সঙ্গে নিয়ে তিনি বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি নামলে তারা একটি ছাউনির নিচে আশ্রয় নেন। আচমকা এলাকার লোকজন তাদের ওপর হামলা চালায় ও মারধর করে। বাঁচার আকুতি জানালেও তারা মারধর করতে থাকে। ওই ঘটনায় আল আমীন গুরুতর আহত হলেও বেঁচে যান। স্থানীয় বালু ব্যবসায়ী আবদুল মালেক ডাকাতির অভিযোগে আল আমীনসহ নিহত ছাত্রদের বিরুদ্ধে একটি মামলা করেন। হত্যার অভিযোগে সাভার থানার পুলিশ পৃথক আরেকটি মামলা করে। ২০১৩ সালের ৭ জানুয়ারি র্যাব তদন্ত শেষে হত্যা মামলায় ৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ওই বছরের ৮ জুলাই ৬০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় একজন কারাগারে, ৫২ জন জামিনে, ছয়জন পলাতক আছেন। অপর এক আসামি মারা গেছেন। ডাকাতির মামলা থেকে আল আমীনকে অব্যাহতি দেওয়া হয়।
শিরোনাম
- আজহারীর নকল বই বিক্রি : ডিবিকে তদন্ত করতে আদালতের নির্দেশ
- প্রেমিকাকে পতিতালয়ে বিক্রির দায়ে যুবকের ৭ বছরের কারাদণ্ড
- বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটির ইংরেজী বিভাগে সেমিনার অনুষ্ঠিত
- সিডনিতে ‘ওয়াসিডিয়ানস অ্যাসোসিয়েশন’-এর প্রথম পুনর্মিলনী
- ভোটকেন্দ্রের নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে
- কুষ্টিয়ায় চিংড়িতে জেলি, ৬ ব্যবসায়ীকে জরিমানা
- বগুড়ায় আলুর দাম নিয়ে শঙ্কায় চাষিরা
- কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন
- পরাজয় থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে : নাসির উদ্দীন
- হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা বিচারের জন্য প্রস্তুত
- নারায়ণগঞ্জ সরকারি হাসপাতালে ক্লিনিং ডে উদ্বোধন
- গাজীপুরে ৪ ডাকাত গ্রেপ্তার
- ছয় হত্যা মামলার আসামি সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৫৬ মামলা
- ভারতকে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানো থেকে বিরত থাকতে হবে : শাহবাজ শরিফ
- ঠাকুরগাঁওয়ে নারী সমাবেশে ধানের শীষে ভোট চাইলেন মির্জা ফখরুলের স্ত্রী
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯১২
- বুড়িরহাট হটিকালচার সেন্টারে দেখা মিলল বিপন্ন প্রজাতির পুত্রঞ্জীব গাছ
- চলন্ত ট্রেনের বগি থেকে পড়ে গেলেন স্টেশন মাস্টার
- ১৩ নভেম্বর ঘিরে শঙ্কা নেই, ঢাকাবাসী তৎপরতা রুখে দেবে : ডিএমপি কমিশনার