সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। ওই ঘটনায় বেঁচে যাওয়া ছাত্র আল আমীন গতকাল ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলামের আদালতে সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামিপক্ষ তাকে জেরা করে। আদালত আগামী ৩০ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী শাকিলা ইয়াসমিন। সাক্ষ্যে আল আমীন বলেন, তারা ডাকাত নয়, এ বিষয়টি বার বার বলার পরও স্থানীয় লোকজন তাদের মারধর করেছে। আল আমীন সাক্ষ্যে আরও বলেন, ২০১১ সালের ১৭ জুলাই শবেবরাতে আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলাচরে বন্ধুদের সঙ্গে নিয়ে তিনি বেড়াতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি নামলে তারা একটি ছাউনির নিচে আশ্রয় নেন। আচমকা এলাকার লোকজন তাদের ওপর হামলা চালায় ও মারধর করে। বাঁচার আকুতি জানালেও তারা মারধর করতে থাকে। ওই ঘটনায় আল আমীন গুরুতর আহত হলেও বেঁচে যান। স্থানীয় বালু ব্যবসায়ী আবদুল মালেক ডাকাতির অভিযোগে আল আমীনসহ নিহত ছাত্রদের বিরুদ্ধে একটি মামলা করেন। হত্যার অভিযোগে সাভার থানার পুলিশ পৃথক আরেকটি মামলা করে। ২০১৩ সালের ৭ জানুয়ারি র্যাব তদন্ত শেষে হত্যা মামলায় ৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ওই বছরের ৮ জুলাই ৬০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় একজন কারাগারে, ৫২ জন জামিনে, ছয়জন পলাতক আছেন। অপর এক আসামি মারা গেছেন। ডাকাতির মামলা থেকে আল আমীনকে অব্যাহতি দেওয়া হয়।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
আমিনবাজারে ছয় হত্যাকাণ্ড
‘আচমকা লোকজন এসে আমাদের ওপর হামলা চালাল’
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর