বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গুলিস্তানে উচ্ছেদ অভিযানে আবারও হকারদের বাধা

নিজস্ব প্রতিবেদক

গুলিস্তানে উচ্ছেদ অভিযানে আবারও হকারদের বাধা

গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ান হকাররা —বাংলাদেশ প্রতিদিন

রাজধানীর গুলিস্তানে ফুটপাথে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অবৈধ উচ্ছেদ অভিযানে আবারও বাধা দিয়েছে হকাররা। গতকাল বেলা ১২টার দিকে জিরো পয়েন্ট ও ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গুলিস্তানের এসব এলাকায় কিছু হকার দোকানপাট নিয়ে বসলে তাদের উচ্ছেদ করতে যায় সিটি করপোরেশনের লোকজন। হকাররা বাধা দিলে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ ঘটনায় আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে শুরু করেন। এ বিষয়ে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আমরা প্রতিদিনই উচ্ছেদ অভিযান চালাচ্ছি। বিভিন্ন জায়গায় কিছু কিছু লোক দোকান দিয়ে বসলে আমরা তাদের উঠিয়ে দেই। আজকের (মঙ্গলবার) অভিযানে আমি ঘটনাস্থলে ছিলাম না।  এদিকে,  ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মঞ্জুর-ই-মাওলার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুরে শেওড়াপাড়া-পীরেরবাগ সংযোগ সড়ক প্রশস্তকরণ কাজের সমাপ্তি উপলক্ষে এক মতবিনিময় সভায় ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক বলেছেন, ঢাকা শহরে এখন কিছু কিছু ইতিহাস সৃষ্টি হচ্ছে। শেওড়াপাড়া থেকে পীরেরবাগ ও কল্যাণপুর হয়ে মিরপুর বাংলা কলেজ পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তাটি অবৈধ দখলের কারণে ৩০ ফুট প্রস্থের বদলে কোথাও ১২ ফুট, কোথাও আরও কম প্রস্থের রাস্তায় পরিণত হয়। এতে প্রতিনিয়ত যানজট ও জনসাধারণের চলাচলে অসুবিধার সৃষ্টি হয়।

সর্বশেষ খবর