সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা
কৃষি সংবাদ

৪০ জাত গোলাপের মিউজিয়াম কুমিল্লায়

কুমিল্লা প্রতিনিধি

৪০ জাত গোলাপের মিউজিয়াম কুমিল্লায়

কুমিল্লায় ৪০ জাতের গোলাপ ফুলের চাষ হচ্ছে। উদ্যোক্তারা একে গোলাপ মিউজিয়াম বলে আখ্যায়িত করছেন। বাংলাদেশ বেতার কুমিল্লা কার্যালয়ের সামনে এ মিউজিয়াম গড়ে তোলা হয়েছে। বেতারের কর্মকর্তারা চাঁদা দিয়ে গোলাপ ছাড়াও বিভিন্ন প্রচলিত-অপ্রচলিত ফুলের চাষ করছেন এ মিউজিয়ামে। কৃষি সম্প্রসারণ বিভাগের সহযোগিতায় গড়ে তোলা এ মিউজিয়ামে লাল, নীল, হলুদ, গোলাপী, বেগুনীসহ বিভিন্ন রং আর আকৃতির গোলাপ রয়েছে। আরও রয়েছে শিউলি, জবা, কসমস, ডালিয়া, স্নো-বল, বেলী, গন্ধরাজ, হাস্নাহেনা, কামিনি, রঙ্গন, বাগান বিলাস, টগর, কাঁঠালচাপা, এলামেন্ডা, ফেলেন ডুলা, জিনিয়া, বকুল ও গাঁদা ফুল।

বাংলাদেশ বেতার কুমিল্লার আঞ্চলিক পরিচালক আসাদ উল্লাহ জানান, এখানে বিভিন্ন প্রজাতির গোলাপের পাশাপাশি ফল ও ওষুধি গাছ লাগানো হয়েছে। এর জন্য অফিসের বাজেট নেই। তিনি ও সহকর্মীরা চাঁদা দিয়ে ফুলের চাষ করছেন।

সর্বশেষ খবর