বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জসিম-মহিউদ্দিনের জমজমাট প্রচারণা

এফবিসিসিআই নির্বাচন

রুহুল আমিন রাসেল

জসিম-মহিউদ্দিনের জমজমাট প্রচারণা

আগামী ১৬ মে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদের দুই প্রার্থী জসিম উদ্দিন ও সফিউল ইসলাম মহিউদ্দিনের জমজমাট প্রচারণা চলছে। দুই প্রার্থীর যে কোনো একজনই হবেন ফেডারেশনের নতুন সভাপতি।

প্রার্থীদের পক্ষে-বিপক্ষে ভোট প্রার্থীরা ঘুরছেন ব্যবসায়ীদের দ্বারে দ্বারে। এ নিয়ে দেশের ব্যবসায়ীদের মাঝে চলছে উৎসবমুখর তত্পরতা। সংশ্লিষ্ট সূত্র জানায়, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী বেঙ্গল গ্রুপের ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিন— তিনি এফবিসিসিআইর সাবেক প্রথম সহ-সভাপতি। কাজী আকরাম উদ্দিন আহমেদ যখন এফবিসিসিআইর     সভাপতি হন, সে সময় সরকারের শীর্ষ পর্যায়ের পরামর্শে তৃণমূলের এই প্রভাবশালী জসিম উদ্দিন প্রার্থী হননি। কারণ তখন তাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, পরবর্তী মেয়াদে সভাপতি পদে তিনিই লড়বেন। এ অবস্থায় তার পক্ষে এখন সরকার ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীদের একাংশ জোর তত্পরতা চালাচ্ছেন। অন্যদিকে সভাপতি পদের আরেক প্রার্থী সফিউল ইসলাম মহিউদ্দিন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি এবং বর্তমানে এফবিসিসিআইর প্রথম সহ-সভাপতি। এই নেতার সমর্থকরা বলছেন, তিনি এ পদে সরকারি মহল থেকে সবুজ সংকেত পেয়েছেন। তারপক্ষে সরকার ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ী নেতারা কাজ করছেন। নির্বাচন প্রসঙ্গে সফিউল ইসলাম মহিউদ্দিন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি নির্বাচিত হলে এফবিসিসিআইর যে গুণগতমান আছে, তা আরও উন্নত করতে প্রয়াস চালাব।’ অপরদিকে জসিম উদ্দিন বলেন, ‘পুরোদমে নির্বাচনী প্রচার চলছে। আমি নির্বাচিত হলে মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখব।’  উল্লেখ্য, এ নির্বাচনে দেশের সাধারণ পরিষদের সদস্যদের ভোটে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮ জন করে মোট ৩৬ জন পরিচালক নির্বাচিত হবেন। তাদের সঙ্গে আরও ২৪ জন মনোনীত পরিচালক যুক্ত হবেন। পরে ৬০ জন পরিচালকের ভোটে আগামী ১৬ মে এফবিসিসিআইর নতুন সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন।

সর্বশেষ খবর