মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭ ০০:০০ টা

আসামিকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে নয়

হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

ডাণ্ডাবেড়ি পরিয়ে আসামিকে আদালত কক্ষে হাজির করা যাবে না মর্মে আদেশ দিয়েছে হাই কোর্ট। গতকাল বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। তবে কারাগার থেকে আদালতে আসামি আনা-নেওয়ার সময় নিরাপত্তার প্রয়োজনে ডাণ্ডাবেড়ি পরানো যাবে। চার আসামিকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাওয়ায় ডিআইজি (প্রিজন) মো. তৌহিদুল ইসলামকে সতর্ক করেছে হাই কোর্ট। সকালে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হাই কোর্টে আসেন ডিআইজি (প্রিজন) মো.  তৌহিদুল ইসলাম ও জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির। ১০ বছরের বেশি সময় ধরে ১০ জনের কারাবন্দী থাকার বিষয়টি হাই কোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী সৈয়দা সাবিনা আহমেদ মলি। এর পরিপ্রেক্ষিতে গত ৭ ফেব্রুয়ারির এক আদেশে ২৩ ফেব্রুয়ারি ১০ জনকে আদালতে হাজির করার নির্দেশ দেয় হাই কোর্ট। ২৩ ফেব্রুয়ারি ১০ আসামিকে আদালতে হাজির করা হয়। চারজনকে ডাণ্ডাবেড়ি পরিয়ে আনার ঘটনায় ডিআইজি প্রিজনকে আদালত তলব করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর