সোমবার, ২০ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ বিস্ময়কর ভূমিকা রেখেছে

—রেহমান সোবহান

নিজস্ব প্রতিবেদক

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, দারিদ্র্য বিমোচনে বেসরকারি সংস্থাগুলোর ‘ক্ষুদ্র ঋণ’ কর্মসূচি ‘বিস্ময়কর’ ভূমিকা পালন করছে। এ ক্ষেত্রে বিশ্বের বড় এনজিও হিসেবে ব্র্যাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন  করছে। তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারের সঙ্গে বেসরকারি সংস্থাগুলোর একসঙ্গে কাজ করতে হবে। ইচ্ছা করলে প্রধানমন্ত্রী এসডিজির বাস্তবায়নের নানা কর্মকাণ্ড নিয়ে বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসতে পারে।

গতকাল রাজধানীর ব্র্যাক সেন্টারে ‘ব্র্যাক ডে’ উপলক্ষে আয়োজিত ‘এনজিও এবং উন্নয়ন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্র্যাকের নির্বাহী পরিচালক ডা. মুহাম্মাদ মুসার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক উপদেষ্টা ও গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে. চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ, যুক্তরাজ্যের আলস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এস আর ওসমানি প্রমুখ। ওয়াহিদউদ্দিন মাহমুদ এক গবেষকের উদ্ধৃতি তুলে ধরে বলেন, এনজিওগুলোর সঙ্গে সরকারের সম্পর্ক এখনো ‘অস্বস্তিকর সহঅবস্থানের’ মতো। তবে আমি মনে করি, এটাকে ‘স্বস্তিকর সহঅবস্থানে’ নিয়ে যাওয়া উচিত। কারণ, শুধু দারিদ্র্য বিমোচনে নয়, শিক্ষা, স্বাস্থ্য, জন্মনিয়ন্ত্রণ, মেয়েদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে এনজিওগুলো বড় ভূমিকা পালন করছে। তিনি বলেন, এক সময় নারীরা মোটরসাইকেলে চড়তে পারত না। স্কুল-কলেজে যেতে পারত না। জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণে অনীহা ছিল। ব্র্যাকসহ বিভিন্ন এনজিওর কাজের কারণে এসব ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। রাশেদা কে. চৌধুরী প্রান্তিক মানুষের ঋণের বেড়াজাল থেকে মুক্ত করতে বেসরকারি সংস্থাগুলোকে সুদের হার কমিয়ে আনা ও ‘ঋণের টাকা তোলার খরচের নামে’ বাড়তি টাকা কমানোর আহ্বান জানান।

সর্বশেষ খবর