শুক্রবার, ২৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রেলের সেই মৃধার ৪ বছরের কারাদণ্ড

পাঁচজন বেকসুর খালাস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

দুদকের দুটি মামলায় রেলওয়ের সেই বহুল আলোচিত পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে চার বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই রায়ে মৃধাসহ তিন আসামি রয়েছে। গতকাল এ রায়ে উক্ত তিনজনকে চার বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। পৃথক দুটি মামলায় পাঁচ আসামির সম্পৃক্ততা পাওয়া না যাওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তবে এ রায় ঘোষণার সময় আদালতে ইউসুফ আলী মৃধাসহ অপর আসামিরা উপস্থিত ছিলেন। এর আগে গত বছরের ৩ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় ঢাকার আদালতে তিন বছরের সাজা হয় মৃধার। গতকাল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর মো. রহুল আমিন এ রায় দেন। প্রতিটি মামলায় ১৮ জনের সাক্ষ্য শুনেন আদালত। রেলের সাবেক জিএম মৃধাসহ দণ্ডপ্রাপ্তরা রায়ের পর কিছুটা বিমর্ষ অবস্থায় ছিল। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— সাবেক জিএম ইউসুফ আলী মৃধা, জ্যেষ্ঠ ওয়েলফেয়ার অফিসার (বরখাস্ত) গোলাম কিবরিয়া, অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী (বরখাস্ত) হাফিজুর রহমান এবং অভিযোগ প্রমাণিত না হওয়া খালাস প্রাপ্তরা হলেন— ফুয়েল চেকার পদের নিয়োগ প্রত্যাশী আবুল কাশেম ও আনিসুর রহমান, সহকারী কেমিস্ট পদের নিয়োগ প্রত্যাশী সুলতানা বেগম, জহিরুল ইসলাম, গনেশ চন্দ্র শীল। দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পিপি মাহমুদুল হক বলেন, এ রায় আমাদের কাছে গ্রহণযোগ্য হয়নি। আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।.

 

সর্বশেষ খবর