শুক্রবার, ১৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা
ব্লু হোয়েল নেশা

এবার কিশোরের আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ১৪ বছর বয়সী তৌফিদুল ইসলাম নামে এক কিশোরকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার মিরপুর পশ্চিম কাজীপাড়ার ৭১১/৪ নম্বর বাসা থেকে ওই কিশোরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তৌফিদুল সারোজ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। বর্তমানে সে হাসপাতালের ৭০১ নম্বর ওয়ার্ডের ১৮ নম্বর বেডে চিকিত্সাধীন। তার পরিবারের দাবি, সে ‘ব্লু হোয়েল’ গেমটি খেলত। ওই গেমসের নির্দেশনা মানার একপর্যায়ে সে ব্লেড দিয়ে নিজের শরীর কেটেছে। শেষ পর্যায়ে এসে আত্মহত্যার জন্য ঘুমের ওষুধ খায়। গত ঈদুল আজহার পর তৌফিদুলের মধ্যে এক ধরনের পরিবর্তন দেখা যায়। ঠিকমতো খাওয়া-দাওয়া করত না, শুধু মোবাইলে গেমস খেলত। প্রায় রাতে মোবাইল নিয়ে ছাদে হাঁটাহাঁটি করত। বাবার সঙ্গে রাগারাগি করে কথা বলাও বন্ধ করে দেয়। গতকাল হাসপাতালে ওই কিশোরের সঙ্গে কোনো সাংবাদিককে কথা বলতে দেওয়া হয়নি।  ওই ওয়ার্ডে কর্তব্যরত চিকিত্সক ডা. মিনহাজ আহমেদ জানান, ওই কিশোরের হাতে কোনো ট্যাটু আঁকা নেই। কেবল বাঁ হাতে কাটা দাগ আছে।

সর্বশেষ খবর