যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার গিলাপোল গ্রামে চাঁদার দাবিতে মিলন বাহিনী শনিবার রাতে খ্রিস্টান সম্প্রদায়ের সলমন দাসের (৪৩) বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে। এ সময় বাড়ির মহিলাদের পিটিয়ে আহত করে। পুলিশ এ ঘটনায় ৮ জনকে আটক করেছে। আহত সলমন দাস উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামের জুরান দাসের ছেলে। পুলিশ ও সলমন দাস জানান, কুখ্যাত মিলন বাহিনী দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে শনিবার রাত সাড়ে ১০টায় মিলন তার দলবল ও দেশীয় অস্ত্র নিয়ে সলমন দাসের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও মারপিট করে। এ সময় ঘরে রাখা জমি বিক্রির নগদ সাড়ে ৩ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি দামি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় তারা বাড়ির আসবাবপত্র ও টিভি ভাঙচুর করে। মিলন বাহিনীর ক্যাডার ও লাঠিয়াল বাহিনীর সদস্য ভাইপো আশিক, মমিন, আশরাফুল, ম্যানেজার শরীফ, লালচাঁন, ড্রাইভার ভুট্টোসহ আরও অনেকে তার বাড়িতে হামলা, ভাঙচুর চালায়। এ সময় তার বাবা, স্ত্রী ও দুই মেয়েকে লাঞ্ছিত করা হয়। উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আয়নাল হক বলেন, মিলন আমার ইউনিয়ন পরিষদের একজন সদস্য। সন্ত্রাসী কার্যকলাপ পরিহার করার জন্য তাকে আমি অনেকবার নিষেধ করেছি। আমি ঘটনাটি জানার পর পুলিশকে জানাই এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। মিলন বাহিনী অবৈধভাবে একটি পার্ক চালায়। যেখানে সব সময় অনৈতিক কর্মকাণ্ড চলছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিয়ার রহমান বলেন, ঘটনাস্থলে গিয়ে হামলার সঙ্গে জড়িত ৮ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১৭ জনের নামে মামলা হয়েছে।
শিরোনাম
- জোট গঠনের সিদ্ধান্ত, জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন তাকাইচি
- লালমাইয়ে বাগমারা বাজারে বিএনপির লিফলেট বিতরণ
- অস্ট্রেলিয়ায় বিলাসবহুল হোটেলের পুলে কুমির
- ট্রাম্পের কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে লাখ লাখ মানুষের বিক্ষোভ
- "দাবি আদায়ে আবারও আন্দোলনের হুশিয়ারি"
- গাঁজাসহ ‘কালা হারুন’ গ্রেফতার
- পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের বদলে জিম্বাবুয়ে
- জুলাই যোদ্ধাদের নিয়ে বক্তব্য এনসিপি আংশিক কাট করেছে : সালাহউদ্দিন
- কানাডা কি সত্যিই হারিয়ে যাচ্ছে?
- ‘হত্যাযজ্ঞ ও ধ্বংসের স্থপতি’ ইসরায়েলের ১৭ বিজ্ঞানীর তথ্য ফাঁস
- কানাডার টরেন্টোতে বাচনিকের যুগপূর্তি উৎসব ‘বাচনিক বৈভব’
- ভারতকে আবারও পরমাণু বোমার হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান
- সৌদিতে হামলা মানেই যুক্তরাষ্ট্রে হামলা: নতুন প্রতিরক্ষা চুক্তির পথে রিয়াদ
- সপ্তাহের শেষে কমতে পারে গরম, সাগরে লঘুচাপের আভাস
- প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান
- কারিনার সাথে দাম্পত্যে সুখী সাইফ, তবু অমৃতার স্মৃতিতে বারবার ফিরে যান
- হামাস নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু
- আর নয় বিজ্ঞাপন, গুগল সার্চ ইঞ্জিনে যুক্ত হলো নতুন ফিচার
- তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান–আফগানিস্তান, তবে...
- বন্দরে অচলাবস্থা, কর্মবিরতিতে সিঅ্যান্ডএফ এজেন্ট ও পরিবহন মালিকরা
খ্রিস্টান নাগরিকের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাট, আটক ৮
বেনাপোল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর