সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

তরুণদের প্রাযুক্তিক দক্ষতা বাড়ানোর উদ্যোগ জরুরি

—আয়মান সাদিক

তরুণদের প্রাযুক্তিক দক্ষতা বাড়ানোর উদ্যোগ জরুরি

প্রতিনিয়ত পরিবর্তনের মধ্য দিয়ে বিকশিত হচ্ছে প্রযুক্তি। উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে প্রাযুক্তিক দক্ষতা খুব জরুরি। প্রযুক্তি সংশ্লিষ্ট কাজগুলোতে তরুণরা হচ্ছে দেশের সম্পদ। তাই এই তরুণদের প্রাযুক্তিক দক্ষতা বাড়াতে উদ্যোগ নেওয়া জরুরি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন অনলাইনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।

তিনি আরও বলেন, তরুণ শিক্ষিত জনগোষ্ঠীর কর্মসংস্থানে আইটি একটি আকর্ষণীয় খাত। কিন্তু এখানে কাজ করতে হলে অবশ্যই প্রযুক্তি বিষয়ে ভালো ধারণা থাকতে হবে। দেশের শিক্ষিত বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিলে বিনা মূলধনে তারা আয় করতে পারবেন। আমাদের অনলাইন স্কুলে এরকম বিভিন্ন ধারণাপত্র রয়েছে। এর জন্য তরুণদের আগ্রহের পাশাপাশি সুযোগ বাড়ানোর দিকেও নজর দিতে হবে।

সর্বশেষ খবর