বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

আজি বসন্ত জাগ্রত দ্বারে

সাংস্কৃতিক প্রতিবেদক

আজি বসন্ত জাগ্রত দ্বারে

আজ বসন্ত। ঋতুরাজের প্রথম দিন। বৃক্ষরাজি থেকে পুরনো পত্রপল্লব ঝরে পড়ে নতুন পাতায় নতুনভাবে বৃক্ষরাজি জানান দিচ্ছে আজ বসন্ত। দখিনা সমীরণে ফাল্গুনী হাওয়া উদাস করে ভালোবাসার ঢেউ তুলবে ঋতুরাজ। লাল-হলুদ বাসন্তী রঙে সাজবে তরুণীরা। খোঁপায় হলুদ গাঁদা আর মাথায় ফুলের টায়রায় শৈল্পিকতা ফুটে উঠবে। বাসন্তী রঙের তরুণীর সঙ্গে পাল্লা দিয়ে তরুণরাও কম যাবে না। আবহমান বাংলার বাসন্তীদের হৃদয়ে তরুণরাও ধরা দেবে বসন্তের সাজে। শাড়ি আর পাঞ্জাবিতে তরুণ-তরুণীর বাঁধভাঙা উল্লাসে আজ নতুনভাবে সেজে উঠবে সারা দেশ। আর ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান সর্বত্রই তারুণ্যের উন্মাদনার ঢল নামবে। বসন্তকে বরণের আগাম প্রস্তুতি গতকাল ফাগুনের আগের দিনই লক্ষণীয় ছিল শাহবাগের ফুলের দোকান আর আজিজ মার্কেটের শাড়ি ও পাঞ্জাবির দোকানগুলোয়। ফাগুনের আগুনলাগা রঙে পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে, কোকিল ডাকছে মিষ্টি সুরে। ঋতুরাজকে স্বাগত জানাতে হলুদ গাঁদা আর লাল গোলাপের সঙ্গে বুটিক হাউসগুলোর কদরও তাই বেড়ে গেছে আশাতীত। সারা দেশের মতো রাজধানীর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোও নাচ, গান, আবৃত্তিসহ নানা আয়োজনে বসন্ত উদ্যাপনে মেতে উঠবে। ফাগুনের প্রথম সূর্যোদয়ের কিছু পরই সকাল ৭টায় চারুকলা অনুষদের বকুলতলায় হবে ‘বসন্ত উৎসব, ১৪২৫’ উদ্যাপনের উদ্বোধন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর