রবিবার, ১৯ মে, ২০১৯ ০০:০০ টা

মাদক ব্যবসার প্রতিবাদ, যুবক খুন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুরে মাদক ব্যবসার প্রতিবাদ করায় নুরুজ্জামান জনি (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে নুরু মিয়া নামের এক মাদক কারবারি। গত শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের নওহাটা বাজারে এ ঘটনা ঘটে। নিহত নুরুজ্জামান জনি একই এলাকার কুমড়ি গ্রামের মৃত সিদ্দিক মাস্টারের ছেলে। এদিকে এ হত্যাকান্ডের পরপরই বিক্ষুব্ধরা ঘাতক নুরুর বাড়িসহ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে। স্থানীয় এলাকাবাসী জানায়, একই এলাকায় বাড়ি হওয়ায় নিহত নুরুজ্জামান জনি প্রায়ই নুরুকে মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার কথা বলত। গত কিছুদিন আগে নুরুকে মাদক ব্যবসার অভিযোগে পুলিশ আটক করে। নুরুর মনে সন্দেহ জাগে নুরুজ্জামান জনিই পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। এই ধারণা থেকেই বদলা নিতে নুরু সুযোগ খুঁজতে থাকে। আর জনি জীবিকার তাগিদে কিশোরগঞ্জ জেলায় অবস্থান করে। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় গত বৃহস্পতিবার বাড়ি আসে জনি। শুক্রবার ইফতার শেষে রাত ৯টার স্থানীয় নওহাটা বাজারে যাওয়ার সময় নুরু মিয়ার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জনির ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় জনিকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নুরু এলাকার চিহ্নিত মাদক কারবারী। সন্দেহের বশবর্তী হয়েই নুরুজ্জামানকে খুন করে নুরু। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে শনিবার রাতে মামলা করা হবে।

সর্বশেষ খবর