শুক্রবার, ২১ জুন, ২০১৯ ০০:০০ টা

বসুন্ধরায় গৃহসজ্জা পণ্যের মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় গৃহসজ্জা পণ্যের মেলা শুরু

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে নির্মাণ অবকাঠামো, কাঠ, লাইটিং এবং ইন্টেরিয়র-এক্সটেরিয়র প্রদর্শনী। চমৎকার ডিজাইনের লাইটিং ও ইন্টেরিয়রের বিশাল সমাহার নিয়ে এ মেলায় অংশ নিয়েছে বাংলাদেশসহ বিশ্বের নামিদামি প্রতিষ্ঠান।

বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো, কাঠ, লাইটিং এবং ইন্টেরিয়র-এক্সটেরিয়র সংশ্লিষ্ট শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য তুলে ধরতে এ মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার বিশ্বদীপ দে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার এ এন এম এনায়েত উল্লাহ, ফার্নিচার সেক্টর ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল লিমিটেডের চেয়ারম্যান মো. আবু ইউসুফ, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কে এম আক্তারুজ্জামান প্রমুখ। প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, তুরস্ক, হংকং, যুক্তরাষ্ট্র, শ্রীলঙ্কা, অস্ট্রিয়া, মালয়েশিয়া ও ইতালির ২৫০টি প্রতিষ্ঠান তিন হাজারের বেশি পণ্য তুলে ধরছে। মেলায় নির্মাণশিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন ম্যাটেরিয়াল, ইকুইপমেন্ট, মেশিনারি ও প্রযুক্তি তুলে ধরা হবে। এ ছাড়া কাঠ ও আসবাবপত্রশিল্প নিয়ে ভিন্ন প্রদর্শনীতে এ-সংশ্লিষ্ট মেশিনারি, হার্ডওয়্যার অ্যান্ড টুলস, ফিটিং অ্যান্ড ফিক্সশ্চার, লেমিনেট, বোর্ড, কোটিং, অ্যাব্রেসিভ অ্যান্ড অ্যাডহেসিভসহ অন্যান্য পণ্য প্রদর্শিত হবে। মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা গেছে, আইসিসিবির সুবিশাল হলে এ মেলা বসেছে। একই ছাদের নিচে দেশের বিল্ডিং ও নির্মাণশিল্প, কাঠ ও আসবাবপত্র নির্মাণশিল্প, গৃহসজ্জা উপকরণ এবং লাইটিং প্রযুক্তি-সংশ্লিষ্ট শিল্পের বিশ্বের সর্বাধুনিক উদ্ভাবনী পণ্য ও প্রযুক্তি দর্শনার্থীর সামনে তুলে ধরা হয়েছে। মেলায় শুধু পণ্য বিক্রি নয়, সংশ্লিষ্ট শিল্পের উদ্যোক্তাদের পারস্পরিক যোগাযোগ ঘটাতে ও নতুন ব্যবসার ক্ষেত্র তৈরির এক মিলনমেলাও বসেছে। গৃহনির্মাণ থেকে শুরু করে ঘরের বৈদ্যুতিক সরঞ্জাম, ফিটিংস, আসবাবপত্র বিক্রি ও তৈরির জন্য প্রদর্শিত হচ্ছিল বিভিন্ন পণ্য ও প্রযুক্তি। এখানে তুলে ধরা হয় স্থাপত্য, নির্মাণশিল্প, ডিজাইন ইঞ্জিনিয়ারিং, নির্মাণ যন্ত্রপাতি ও কনক্রিট মেশিনারি। বাড়ি তৈরির জন্য বিশ্বের ছোট পরিসরে বিভিন্ন পণ্যের সঙ্গে বৃহৎ শিল্পে ব্যবহার করা যায় এমন কনক্রিট মেশিনারিজও প্রদর্শন করা হয়। দেখা যায়, এ পণ্যের মধ্যে রয়েছে অভিজাত জীবনযাপনের জন্য অত্যাধুনিক লাইট, সোলার প্যানেল এবং লাইটিং ও এলইডি-সংশ্লিষ্ট পণ্য ও প্রযুক্তি। লোডশেডিং থেকে মুক্ত হতে সোলার প্যানেল নিয়ে মেলায় একাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অভিজাত বাড়ির ডিজাইন করতে বিশ্বের নামিদামি কোম্পানি ঝাড়বাতি, সুইচের এলইডি লাইট সম্পর্কে গ্রাহকদের আগ্রহ বেশি। মেলার আরেক আকর্ষণীয় প্রদর্শনী ছিল জেট প্রেজেন্টস বাংলাদেশ উড ইন্টারন্যাশনাল এক্সপো। এতে কাঠ ও কাঠ-সংশ্লিষ্ট শিল্পের যন্ত্রপাতি ও পণ্য প্রদর্শিত হয়েছে। আসবাবপত্র, বিশেষ করে খাট, ড্রেসিং টেবিলসহ ঘর সাজানোর সব চমৎকার ডিজাইনের পণ্য রাখা হয়েছে এখানে। এসব পণ্য বিক্রি ছাড়াও আসবাবপত্র তৈরির বিভিন্ন যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে মেলায়। এ শিল্পের আরেকটি অংশ ইন্টেরিয়র-এক্সটেরিয়র এক্সপো। এখানে গৃহসজ্জা-সংশিষ্ট অত্যাধুনিক ডিজাইনের ডেকর, আসবাবপত্র, ফিটিংস ও অন্যান্য এক্সেসরিজ তুলে ধরা হয়। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকছে।

সর্বশেষ খবর