বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯ ০০:০০ টা

চালকের আসনে কিশোর, প্রাণ গেল দাদা-নাতির

প্রতিদিন ডেস্ক

সড়কে নিয়ন্ত্রণহীন যানবাহনের চাপায় গতকাল প্রাণ গেছে আরও ১০ জনের। নিহতদের মধ্যে নানা-নাতিসহ শিশু, ছাত্র, বৃদ্ধা, যাত্রী-চালক ও পথচারী রয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

নীলফামারী : সৈয়দপুরে পিকআপের ধাক্কায় রহমত উল্লাহ (৬৫) ও তুরাগ (২) নামে দুজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে দাদা-নাতি। গতকাল সকাল ৮টার দিকে সৈয়দপুর-নীলফামারী সড়কের ওয়াপদা নয়াহাটে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াহাটের বাসিন্দা পিডিবির অবসরপ্রাপ্ত কর্মচারী রহমত উল্লাহ নাতি তুরাগকে নিয়ে সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় নীলফামারীগামী খালি পিকআপটি তাদের চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়। এদিকে ঘটনাস্থলেই মারা যান নানা এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যায় নাতি। আটক পিকআপ চালক রিমন ইসলাম (২৬) সৈয়দপুর শহরের কয়া গোলাহাট এলাকার মমিনুল ইসলামের পুত্র।

সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা জানান, পিকআপের চালক রিমন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

ময়মনসিংহ : মুক্তাগাছায় আম বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে চালক রুহুল আমীন (৪০) ও আমের ব্যাপারি পাভেল মিয়া (৪৫) নিহত হয়েছেন। গতকাল ভোরে উপজেলার ল্যাংড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা দুজনই কিশোরগঞ্জের বাসিন্দা।

লালমনিরহাট : আদিতমারী উপজেলার পলাশী বাজারে মিনি ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাত যাত্রী। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সকাল ৭টার দিকে লালমনিরহাট-বুড়ামারী মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালীগঞ্জ উপজেলার কাকিনা ওয়াবদা বাজার এলাকার বিষনাথ রায়ের ছেলে নান্দু চন্দ্র রায় (৫৫) ও একই গ্রামের নূর উদ্দিনের ছেলে অটোরিকশা চালক রবিউল ইসলাম (৪২)।

ব্রাহ্মণবাড়িয়া : ট্রাকচাপায় পারভীন বেগম (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার নন্দনপুরে বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভীন বেগম সদর উপজেলার মজলিশপুরের রেনু মিয়ার স্ত্রী।

বরিশাল : গতকাল দুপুরে উজিরপুর উপজেলার সাতলায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় সৈকত (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সৈকত সাতলা এলাকার শরীফ মিয়ার ছেলে।

বিশ্বনাথ (সিলেট) : বিশ্বনাথে মোটরসাইকেল দুর্ঘটনায় জিহাদুল ইসলাম (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি উপজেলার অলঙ্কারী ইউনিয়নের অলঙ্কারী গ্রামের কুটি মিয়ার পুত্র ও লিডিং ইউনিভার্সিটির এলএলবি ১ম বর্ষের ছাত্র। দুপুরে স্থানীয় পনাউল্লাহ বাজারে এ ঘটনাটি ঘটে।

সর্বশেষ খবর