সোমবার, ১৫ জুলাই, ২০১৯ ০০:০০ টা

পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল

এসপি পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিসি প্রলয় কুমার জোয়ারদারসহ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। এক আদেশে ড. এ এইচ এম কামরুজ্জামানকে লক্ষ্মীপুরের এসপি; মো. মিজানুর রহমানকে সুনামগঞ্জের এসপি; মো. আলিমুজ্জামানকে ফরিদুপরের এসপি; ফারুক আহমেদকে মৌলভীবাজারের এসপি; লিটন কুমার সাহাকে নাটোরের এসপি; মোহাম্মদ আনিসুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার এসপি; মো. আকবর আলী মুনসীকে নেত্রকোনার এসপি; এস এম মুরাদ আলীকে মেহেরপুরের এসপি; প্রলয় কুমার জোয়ারদারকে নরসিংদীর এসপি; মোহাম্মদ মাহবুব হাসানকে মাদারীপুরের এসপি ও মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে সাতক্ষীরার এসপি হিসেবে বদলি করা হয়েছে। অন্য এক আদেশে মো. আনোয়ার হোসেন খানকে পুলিশ সদর দফতরের এআইজি; মোহাম্মদ শাহ জালালকে পুলিশ সদর দফতরের এআইজি; মো. জাকির হোসেন খানকে ডিএমপির ডিসি; জয়দেব চৌধুরীকে ডিএমপির ডিসি; মো. সাজ্জাদুর রহমানকে ডিএমপির ডিসি; আ. স. ম. মাহাতাব উদ্দিনকে ডিএমপির ডিসি; মো. বরকতুল্লাহ খানকে হাইওয়ে পুলিশের এসপি; সাইফুল্লাহ আল মামুনকে রেলওয়ে পুলিশের এসপি; সুব্রত কুমার হালদারকে রংপুর রেঞ্জের এসপি; মিরাজ উদ্দিন আহম্মেদকে ডিএমপির ডিসি; মো. আনিসুর রহমানকে ডিএমপির ডিসি; আবদুর রহিম শাহ চৌধুরীকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের এসপি; ফারহাত আহমেদকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারের এসপি; মো. সাইফুল্লাহ বিন আনোয়ারকে পুলিশ সদর দফতরের এআইজি ও মাসুদ আহাম্মদকে সিআইডির এসপি হিসেবে বদলি করা হয়েছে।

সর্বশেষ খবর