ফরিদপুরের নগরকান্দার কাইচাইল ইউনিয়নে পূর্বশত্রুতার জের ধরে গোলাগুলিতে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে. নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ঠান্ডু মিয়া এবং যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হানিফ হোসেন হৃদয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যা ৬টার দিকে কাইচাইল পূর্বপাড়া মাদ্রাসা মাঠে কবির হোসেনের সমর্থকেরা উঠান-বৈঠক করছিলেন। এ সময় হানিফ হোসেন হৃদয়ের নেতৃত্বে মাইক্রোবাসযোগে এসে ১০-১২ জন দুর্বৃত্ত পিস্তল ও শটগান দিয়ে গুলি চালায়। অতর্কিত এ হামলায় ১০ জন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে রওশন মিয়া ও তুহিন মিয়া নামের দুইজন মারা যান। আহত অন্য পাঁচজনকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন গোলাম মাওলা, কামরুল মাতুব্বর, চুন্নু মিয়া, সুমন মিয়া, বাবলু মিয়া, রায়হান মিয়া, আনিস মিয়া ও বিপ্লব মিয়া। হামলার পর খবর পেয়ে নগরকান্দা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ ছাড়া পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান। ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, হামলাকারীরা যাতে পালিয়ে যেতে না পারে সে জন্য বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
ফরিদপুরে গুলিতে নিহত ২, আহত ৮
ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর