গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে হত্যার পর লাশ কেটে টুকরো করে পলিথিনে ভরে নদীতে ফেলে দিয়েছেন স্বামী মামুন। মামুনকে গতকাল রাত ২টার দিকে আশুলিয়া থানার কবিরপুর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। বেলা ৩টার দিকে গাজীপুরের পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। তিনি জানান, পারিবারিক কলহ ও স্ত্রীর জমানো ৪০ হাজার টাকা ভোগ করার জন্য স্ত্রী সুমি আক্তারকে তার স্বামী হত্যা করেন। হত্যার বর্ণনায় অভিযুক্ত স্বামী মামুনের বরাত দিয়ে পুলিশ সুপার জানান, ৮ আগস্ট স্ত্রী সুমি আক্তারকে হত্যার পরিকল্পনা করেন মামুন। সেই অনুযায়ী ৫ কেজি ধারণ ক্ষমতাসম্পন্ন ২৫০ গ্রাম পলিথিন ব্যাগ, একটি চাকু, তিনটি ট্রাভেল ব্যাগ ও ঘুমের ওষুধ ক্রয় করে এনে বাসায় রাখেন তিনি। এরপর ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রাত ১টার দিকে তিনি সুমিকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর লাশের হাত ও দুই পা ৮ টুকরো, নিতম্ব ও উরু থেকে ৫টি, বুক থেকে পেট পর্যন্ত একটিসহ মোট ১৫ টুকরো করেন। ৯ আগস্ট ভোর ৬টায় লাশের শরীরের অংশ ট্রাভেল ব্যাগে ভর্তি করে স্বামী মামুন গাজীপুরের সিংহশ্রী সেতুর ওপর থেকে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেন। একই দিন রাতে দেহের অন্যান্য অংশের ৫টি টুকরো ড্রেসিং টেবিলের ড্রয়ারে পলিথিনে পেঁচিয়ে রেখে হাত-পায়ের টুকরো ও মাথা আরেকটি ট্রাভেল ব্যাগে নিয়ে একই স্থানে ফেলে দেন। এদিকে তাদের ভাড়া বাসায় এসে সুমি আক্তারের স্বজনরা কোনো খোঁজ না পেয়ে বাসার তালা ভেঙে নতুন তালা লাগিয়ে যাওয়ায় ওই ৫টি টুকরো নিতে না পেরে মামুন পালিয়ে যান। নিহত সুমি আক্তার (২২) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার দেবকান্দা গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে ও গাজীপুরের কাপাসিয়া উপজেলার বড়বাড়ি গ্রামের ফজলুল হকের ছেলে মামুনের স্ত্রী। দেড় বছর আগে তাদের বিয়ে হয়। এটি ছিল উভয়েরই দ্বিতীয় বিয়ে। সুমি স্থানীয় গিলারচালা এলাকার সাবলাইন গ্রিনটেক গার্মেন্ট লিমিটেডের শ্রমিক ও স্বামী মামুন পেশায় ইলেকট্রিশিয়ান। তারা গিলারচালা গ্রামের সফিকুল ইসলাম বিপুলের বাড়ির ভাড়াটিয়া। দেড় মাস আগে তারা ওই বাড়িতে ভাড়ায় ওঠেন। সোমবার রাত ৯টার দিকে শ্রীপুর থানা পুলিশ পলিথিনে মোড়ানো মাংসের পুঁটলি উদ্ধার করে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহা জানান, নিহত সুমি আক্তারের স্বজনদের খবরে পলিথিনে মোড়ানো মাংস উদ্ধার করা হয়। নিহতের বাবা মামুনকে চিহ্নিত এবং কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মঙ্গলবার শ্রীপুর থানায় একটি মামলা রুজু করেন।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল