মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯ ০০:০০ টা

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনা সদস্যের দাফন

ময়মনসিংহ প্রতিনিধি

রাঙামাটিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত সেনা সদস্য নাসিম আহমেদের (১৯) মরদেহ গতকাল বাদ আসর তার গ্রামের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছার তারাটী পূর্বপাড়ায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে বিকাল তিনটার দিকে নাসিমের মরদেহ সেনাবাহিনীর গাড়িতে করে তার গ্রামের বাড়িতে পৌঁছে। এ সময় সেখানে হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। মা নাজমা বেগম আর বাবা বিল্লাল হোসেন সন্তানের লাশ দেখে বার বার মূর্ছা যাচ্ছিলেন। কৃষক বিল্লাল হোসেনের এক মেয়ে দুই ছেলের মধ্যে সবার ছোট নাসিম ২০১৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দেন। গত রোজার ঈদে বাড়িতে ছুটি কাটিয়ে রাঙামাটির কর্মস্থলে যান। নাসিমের পিতা বিল্লাল হোসেন জানান, ‘নাসিম দুই-এক দিনের মধ্যেই ছুটিতে বাড়ি আসার কথা ছিল। ছেলের জন্য মা নাজমা  বেগম কোরবানির মাংস রেখে দেন। কিন্তু বাড়ি ফেরা হলেও সে মাংস তার আর খাওয়া হলো না।’ রবিবার সকালে রাঙামাটি রিজিয়নের রাজস্থলীর পোয়াইতুমুখ নামক স্থানে পাহাড়ি সন্ত্রাসীদের গুলিবর্ষণে নিহত হন টহলরত সেনা সদস্য নাসিম আহমেদ।

সর্বশেষ খবর