ডেনমার্কের আধাস্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। গণমাধ্যমের কাছে এ কথা জানিয়েছিলেনও তিনি। কিন্তু রাজি হয়নি ডেনমার্ক। দেশটির প্রধানমন্ত্রী ট্রাম্পের এ প্রস্তাবকে ‘উদ্ভট খায়েশ’ বলে মন্তব্য করেন। এ কারণে আগামী মাসের ডেনমার্ক সফর বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গতকাল বিবিসি জানায়, রানী দ্বিতীয় মারগ্রেথের আমন্ত্রণে ২ সেপ্টেম্বর ডেনমার্ক যাওয়ার কথা ছিল ট্রাম্পের। কিন্তু মঙ্গলবার তিনি এক টুইটে জানান, ডেনমার্ক সফরে যাওয়ার আর ইচ্ছা নেই তার। ট্রাম্প বলেন, ‘ডেনমার্ক অসাধারণ মানুষের বিশেষ একটি দেশ। কিন্তু গ্রিনল্যান্ড বিক্রির বিষয়ে আলোচনায় কোনো আগ্রহ নেই, প্রধানমন্ত্রী মেট্টে ফ্রেডেরিকসনের এ মন্তব্যের ভিত্তিতে দুই সপ্তাহ পর আমাদের নির্ধারিত বৈঠকটি অন্য কোনো সময়ের জন্য পিছিয়ে দিচ্ছি।’
হোয়াইট হাউসের এক মুখপাত্রও মার্কিন প্রেসিডেন্টের ডেনমার্ক সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন।