রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
প্রকৃতি

মুরগির স্নেহে বেড়ে উঠেছে ময়ূর ছানা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মুরগির স্নেহে বেড়ে উঠেছে ময়ূর ছানা

পৃথিবীতে মায়ের তুলনা নেই। মায়ের তুলনা শুধুই মা। মানুষের পাশাপাশি প্রাণীর মধ্যেও মায়ের মমত্ববোধের দেখা মেলে। নিজের বাচ্চা রক্ষায় এরা জীবন বাজি রাখে শুধু তাই নয় অন্যের বাচ্চাকেও যে মমতা নিয়ে আলগে রাখে তার দেখা মিলে রাজশাহী রেঞ্জ ডিআইজির বাসায়। রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আকতার জানান, গাজীপুরের এক বন্ধু তাকে ময়ূর উপহার দিয়েছিলেন। সেই ময়ূর ডিম দিয়েছিল। কিন্তু ছানা ফোটানোর জন্য ময়ূরগুলো পারদর্শী ছিল না। তাই ময়ূরের ডিমগুলোতে তা দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হয় মুরগিকে। মুরগি যতেœর সঙ্গে ডিমগুলো তা দিয়ে ময়ূর ছানা ফুটে। ডিম তা দেওয়া মুরগিটি এখন তাদের মা। মা মুরগির সঙ্গেই ময়ূর ছানাগুলো ঘুরে বেড়ায়। পুলিশের এই কর্মকর্তা জানান, ময়ূরগুলো ভবিষ্যতে রাজশাহী চিড়িয়াখানায় দিয়ে যাবেন।

সর্বশেষ খবর