রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
ভিক্টরের চালক হেলপার গ্রেফতার

থামানোর সংকেত দিতেই পারভেজকে চাপা দেয় বাসটি

নিজস্ব প্রতিবেদক

সদরঘাট যেতে রাজধানীর তুরাগে ধউরের ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের সামনে বাসের অপেক্ষা করছিলেন সংগীতশিল্পী পারভেজ রব (৫৬)। মেইন রোডের উত্তর পাশে বাসস্ট্যান্ডেই দাঁড়িয়ে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসকে থামার  সংকেত দেন তিনি। কিন্তু বাসটি থামেনি। উল্টো তাকে চাপা দিয়ে চলে যায়। তখন চালকের আসনে বসে বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার আকতার হোসেন। আর পাশের আসনে বসে ছিলেন চালক সুমন। এ ঘটনার পর থেকে দুজনই প্রায় ১৫ দিন পালিয়ে ছিলেন। গত ৫ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে বেপরোয়া বাসের (ঢাকা মেট্রো-ব-১২-০৯৬৩) চাপায় নিহত হন সংগীতশিল্পী পারভেজ রব। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহতের স্ত্রী রুমানা সুলতানা তুরাগ থানায় একটি মামলা করেন। শুক্রবার পৃথক অভিযানে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের চালক সুমনকে (২৮) নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর বাজার এলাকা থেকে এবং সুপারভাইজার আকতার হোসেনকে শরীয়তপুরের নড়িয়া থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। গ্রেফতার দুজনের ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে জানতে পেরেছে পুলিশ। ডিবি (উত্তর) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লু জানান, ঘটনার দিন সকাল ১০টার দিকে সুমন ও আকতার বাসটি নিয়ে বের হন। তখন বাসটি চালাচ্ছিলেন সুপারভাইজার আকতার। আর চালকের পাশের আসনে বসে ছিলেন সুমন। ধউর এলাকায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজের সামনে পারভেজ রব তাদের বাসকে থামার সংকেত দেন। কিন্তু চালকের আসনে বসে থাকা আকতার বাসটি না থামিয়ে তাকে চাপা দিয়ে চলে যান।

পরে নিরাপদ জায়গায় বাসটি থামিয়ে তারা দুজন পালিয়ে যান। এদিকে সংগীতশিল্পী পারভেজ রব মারা যাওয়ার দুই দিন পর বাসের মালিক, ম্যানেজার, চালক ও হেলপারের খোঁজ নিতে গেলে উত্তরা ১০ নম্বর সেক্টরে স্লুইচ গেট এলাকায় নিহতের ছেলে ইয়াছির আলভী রব ও তার বন্ধু মেহেদী হাসান ছোটনকে চাপা দেয় ভিক্টর ক্লাসিকের অপর একটি বাস। এতে ইয়াছির আলভী রব ও তার বন্ধু মেহেদী হাসান ছোটন গুরুতর আহত হলে তাদের উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে মেহেদীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে রাজধানীর ট্রমা সেন্টারে প্রায় চার দিন চিকিৎসাধীন ছিলেন আলভী। পরে বাড়িতে নিয়ে আসার পর অবস্থার অবনতি হলে গত সোমবার তাকে রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে তার কোমরে অস্ত্রোপচার করানো হয়েছে বলে জানান আলভীর মা রুমানা সুলতানা।

সর্বশেষ খবর