রবিবার, ২০ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

ক্লাসে ফেরেননি বুয়েট শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা এখনো ক্লাস-পরীক্ষায় ফেরেননি। মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় জড়িতরা স্থায়ী বহিষ্কার না হওয়ায় ঘোষণা অনুযায়ী তারা একাডেমিক কার্যক্রম থেকে বিরত রয়েছেন।

বুয়েট ক্যাম্পাসে এখন শিক্ষার্থীদের তেমন কোনো সমাগম নেই। ক্লাসরুমগুলোয় তালা ঝুলছে। একাডেমিক কার্যক্রম বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে। বুয়েট শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মাসুদ গতকাল বলেন, ছাত্রছাত্রীরা এখনো ক্লাস-পরীক্ষায় ফেরেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে ক্লাসে আগ্রহী করার চেষ্টা করা উচিত। সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তি রুখে দেওয়ার শপথ অনুষ্ঠান থেকে গত ১৬ অক্টোবর শিক্ষার্থীরা জানান, মাঠপর্যায়ের আন্দোলনের ইতি টানলেও ১০ দফা দাবির প্রতিটির অগ্রগতি পর্যবেক্ষণ করব। আমরা বিশ্বাস করি বুয়েট ক্যাম্পাস ও বুয়েট প্রশাসন যে পদক্ষেপ নিচ্ছে তা অব্যাহত থাকবে এবং পুরো ক্যাম্পাসে একটি ইতিবাচক পরিবর্তন আসবে। অপরাধীদের একাডেমিকভাবে স্থায়ী বহিষ্কারের আগ পর্যন্ত একাডেমিক অসহযোগ বজায় থাকবে। অপরাধীদের স্থায়ী বহিষ্কার করার সঙ্গে সঙ্গে সবাই কার্যক্রমে ফিরে যাবেন। বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র তড়িৎকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের আবরার ফাহাদকে ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তিসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন বুয়েট শিক্ষার্থীরা। ১৬ অক্টোবর মাঠের আন্দোলনে ইতি টানেন তারা।

সর্বশেষ খবর