সাসেক রোড কানেক্টিভিটি প্রকল্প-২; ইম্প্রুভমেন্ট অব এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর রোড প্রকল্পের আওতায় মোকামতলা থেকে পলাশবাড়ী পর্যন্ত চার লেন সড়ক উন্নয়নে ব্যবহৃত হবে বসুন্ধরা সিমেন্ট। প্রকল্পে সিমেন্ট সরবরাহের জন্য গতকাল বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কনস্ট্রাকশন সেভেনথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর ও সাসেক রোড কানেক্টিভিটি প্রকল্পের (ডব্লিউপি-১০) প্রজেক্ট ম্যানেজার যাং যং য়ুই। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, সঠিক মানের ধারাবাহিকতা রক্ষা ও সুষ্ঠু সরবরাহ ব্যবস্থার প্রতি আস্থা রেখে মোকামতলা থেকে পলাশবাড়ী পর্যন্ত ২৯ দশমিক ৯ শতাংশ কিলোমিটার সড়ক উন্নয়নে ব্রিজ, কালভার্ট, ওভারপাস, আন্ডারপাস নির্মাণে বসুন্ধরা সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না কনস্ট্রাকশন সেভেনথ ইঞ্জিনিয়ারিং ডিভিশন করপোরেশন। এ প্রকল্প ছাড়াও বর্তমানে পদ্মা সেতু, পদ্মা সেতুর নদীশাসন, পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প, মেট্রোরেল, ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পায়রা সেতু, সাসেক-১, কালশী ফ্লাইওভার, ওয়েস্টার্ন বাংলাদেশ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট, এস আলম পাওয়ার প্লান্ট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র, রূপসা রেলসেতু, রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ দেশের সব উল্লেখযোগ্য স্থাপনায় ব্যবহৃত হচ্ছে বসুন্ধরা সিমেন্ট। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং করপোরেশনের মহাব্যবস্থাপক (সাউথ এশিয়া কোম্পানি) গ সিচাও, ম্যাটেরিয়াল ম্যানেজার ডং যেং, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার, মোহাম্মদ আব?ু তৈয়ব, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, চিফ ফাইন্যান্স অফিসার মো. তোফায়েল হোসেন, চিফ মার্কেটিং অফিসার (সিমেন্ট সেক্টর) খন্দকার কিংশুক হোসেন, জেনারেল ম্যানেজার (সেলস) ইঞ্জিনিয়ার মো. মাহমুদুল হাসান, ম্যানেজার (টেকনিক্যাল সাপোর্ট) ইঞ্জিনিয়ার ইমাম আল কুদরত-ই-এলাহি, ম্যানেজার মার্কেটিং ফাংশন মো. সাইফুল ইসলাম রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ