রাজধানীর হাজারীবাগে আবিদ হোসেন রূপক (২৫) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার রাতে গজমহল রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জাহিদুল ইসলাম নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে হত্যা করা হয়েছে তা নিশ্চিত নয় আবিদের পরিবার। পুলিশ বলছে, মাদক ও মোবাইল নিয়ে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, আবিদ পরিবারের সঙ্গে হাজারীবাগের গজমহল এলাকার ১৪৩ নম্বর বাড়িতে থাকতেন। তার বাবার নাম আনোয়ার হোসেন। বড় ভাই মুন্নার সঙ্গে চামড়ার ব্যবসা করতেন। তিন ভাই ও এক বোনের মধ্যে আবিদ দ্বিতীয়। নিহতের বড় ভাই মুন্না বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে কে বা কারা আবিদকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পর শুনতে পাই, আবিদকে ছুরিকাঘাত করা হয়েছে। দ্রুত গজমহল রোডে গিয়ে আবিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল এ ঘটনায় মামলা করা হয়েছে। পরে পুলিশ জাহিদুল নামে এক যুবককে গ্রেফতার করেছে। জাহিদুল এ হত্যাকা ঘটিয়েছে বলে জানিয়েছে। কিন্তু আমাদের এটি বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। এ ছাড়া জাহিদুলকে আমরা এবং আবিদের বন্ধুমহলের কেউ চিনে না। মুন্নার সন্দেহ, জাহিদুলকে দিয়ে কেউ এ হত্যাকা ঘটিয়েছে। নিহতের মামা শাহাবুদ্দিন বলেন, ব্যবসায়িক কারণে আবিদকে হত্যা করা হতে পারে। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া জানান, গ্রেফতার জাহিদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। আবিদ ও জাহিদুল একত্রে মাদক সেবন করত। দুই বছর ধরে তাদের পরিচয়। ৩-৪ দিন আগে জাহিদুল আবিদকে একটি মোবাইল বিক্রি করতে দেয়। আবিদ মোবাইল বিক্রি করেছে নাকি করেনি- এরকম কোনো তথ্যই জাহিদুলকে জানায়নি। বিষয়টি জানতে এবং মোবাইল বিক্রির টাকার জন্য বার বার আবিদকে কল দিয়েও পায়নি জাহিদুল। বুধবার রাত ১১টা থেকে জাহিদুল আবিদের বাসার নিচে অপেক্ষা করতে থাকে। সাড়ে ১১টার দিকে আবিদ বাসা থেকে বের হলে দুজনে কথা বলতে বলতে গজমহল রোডের দিকে যায়। এ সময় মোবাইল বিক্রি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহিদুল আবিদকে ছুরিকাঘাতে হত্যা করে। বিষয়টি আশপাশের দোকানিরা দেখে আবিদের পরিবার ও পুলিশকে জানায়। হাজারীবাগের বালুরমাঠ থেকে গ্রেফতার জাহিদুল পুলিশকে জানিয়েছে, মোবাইলটি তার নিজের। এটি কোনো চোরাই মোবাইল কিংবা মোবাইলের সঙ্গে মাদকের কোনো সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে হচ্ছে। আজ ১০ দিনের রিমান্ড চেয়ে জাহিদুলকে আদালতে পাঠানো হবে।
শিরোনাম
- গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করে ইরানের পার্লামেন্টে প্রস্তাব পাস
- বিএনপির বিরুদ্ধে সকল অপপ্রচার হাওয়ায় মিলে গেছে : রিজভী
- গাকৃবিতে গমের ব্লাস্ট রোগ দমনে হাতে কলমে প্রশিক্ষণ
- নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
- নারায়ণগঞ্জে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন
- রাজধানীর যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার
- রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন, প্রজ্ঞাপন জারি
- ই-স্পোর্টসকে ‘ক্রীড়া’ হিসেবে ঘোষণা
- বরিশালে পৃথক অভিযানে মাদক ও জালনোটসহ আটক ৪
- সিভাসুতে রাজনৈতিক পদায়ন পাওয়া তিন কর্মকর্তাকে পদাবনতি
- খাগড়াছড়িতে মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের সমাবেশ
- দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে: নবীউল্লাহ নবী
- অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেট্রোল ঢেলে হত্যার চেষ্টায় স্বামী গ্রেফতার
- ১৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৪ হাজার ৪৪৭ কোটি টাকা
- নেত্রকোনার ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
- রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ
- গোবিন্দগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
- মুখে ভালো কথা বলে সবার ওপর বোমা মারেন পুতিন, বললেন ট্রাম্প
- সিলেটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা