শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

লন্ডন ব্রিজে ফের সন্ত্রাসী হামলা হামলাকারী নিহত

প্রতিদিন ডেস্ক

আবার সন্ত্রাসীকান্ডে শিউরে উঠল লন্ডন। ব্যস্ততম লন্ডন ব্রিজে ছুরি হামলা চালিয়েছে এক দুর্বৃত্ত। এতে কয়েকজন আহত হয়। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে। তবে ছুরির আঘাতে কতজন আহত হয়েছে পুলিশ প্রাথমকিভাবে তা জানায়নি। পুলিশ দাবি করছে, এটি সন্ত্রাসী হামলা এবং হামলাকারীর কাছে বিস্ফোরক ছিল। স্থানীয় সময় বিকাল ২টার দিকে ছুরি নিয়ে ওই ব্যক্তি ব্রিজে পথচারীদের ওপর আচমকা হামলা শুরু করে। এতে সেখানে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। এ সময় বেশ কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়। এক পর্যায়ে পুলিশ তাকে গুলি করে।

টুইটারে পোস্ট করা ভিডিওতে ওই ব্রিজের এক প্রান্তে মাটিতে কারও সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গেছে। তাদেরই একজনকে সেখান থেকে ছুরি হাতে ফিরে আসতে দেখা যায়। বিবিসির এক সংবাদদাতাও বলেছেন, তিনি ব্রিজের ওপর কয়েকজন মানুষকে দেখেছেন একজনকে আক্রমণ করতে। পুলিশ দ্রুত সেখানে গিয়ে ওই ব্যক্তির দিকে কয়েকটি গুলি ছোড়ে। হামলার পর পরই ওই এলাকা ঘেরাও করে রাখে পুলিশ। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি ও স্কাই নিউজ।  মেট্রোপলিটন পুলিশ বলছে, কী নিয়ে এমন ঘটনা তা স্পষ্ট নয়। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ বলেছে, লন্ডন ব্রিজ স্টেশন বন্ধ রাখা হয়েছে। ফলে সেখানে কোনো ট্রেন থামবে না। স্থানীয় লোকজনকে পুলিশের পরামর্শ মতো চলাচল করতে অনুরোধ জানানো হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ঘটনা তাৎক্ষণিকভাবে সামাল দেওয়ায় পুলিশ ও সব জরুরি সেবামূলক খাতের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ঘটনা সম্পর্কে টুইট করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। লন্ডন ব্রিজের এ ঘটনাকে হতাশাজনক বলে অভিহিত করেছেন বিরোধী লেবার নেতা জেরেমি করবিন। যারা হামলার শিকার হয়েছেন তাদের প্রতি সহানুভূতি জানিয়েছেন তিনি। এর আগে ২০১৭ সালের জুনে তিন জঙ্গি লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দিয়ে এবং ছুরি মেরে আটজনকে হত্যা করে।

সর্বশেষ খবর