চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একদিনে শাখা ছাত্রলীগের মধ্যে দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোট পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে তিন কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভিন্ন ঘটনায় আরও তিনজন আহত হন। এদিকে শাখা ছাত্রলীগের একটি পক্ষ অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে। এতে করে ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের একটি দোকানে (সিপি) প্রথম ঘটনার সূত্রপাত হয়। এ সময় দুর্বৃত্তদের হামলায় তিনজন আহত হন। এ ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয় সিক্সটি নাইন গ্রুপের অনুসারীরা। এ ছাড়া তারা বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী বিকাল ৪টার শাটল ট্রেন আটকে রাখে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয় গ্রুপের এক কর্মীকে মারধর করে সিএফসি গ্রুপের অনুসারীরা। পরে মারধরের বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হলে বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হলের সামনে বিজয় গ্রুপের নেতা-কর্মীরা অবস্থান নেন। এ সময় সিএফসি গ্রুপের দুই কর্মীকে মারধর করেন বিজয়ের নেতা-কর্মীরা। আহতরা হলেনÑ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইব্রাহীম খলিল মুকুল, ইতিহাস বিভাগের জাহিদ শাকিল এবং নাট্যকলা বিভাগের মাহফুজুল হুদা লোটাস। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। সিএফসি প্রুপের দুই কর্মী হলেন আজাদ ও আসিফ। এ বিষয়ে শাখা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, বগিভিত্তিক সংগঠনগুলোর মধ্যে ঝামেলা হয়েছে। এর দায়ভার ছাত্রলীগ নেবে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, বিষয়টি আমরা জেনেছি। বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তল্লাশি চালানো হচ্ছে।
শিরোনাম
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
ছাত্রলীগে দুই দফায় সংঘর্ষ, চবিতে অবরোধ
চবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর