চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একদিনে শাখা ছাত্রলীগের মধ্যে দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোট পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে তিন কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভিন্ন ঘটনায় আরও তিনজন আহত হন। এদিকে শাখা ছাত্রলীগের একটি পক্ষ অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে। এতে করে ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের একটি দোকানে (সিপি) প্রথম ঘটনার সূত্রপাত হয়। এ সময় দুর্বৃত্তদের হামলায় তিনজন আহত হন। এ ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয় সিক্সটি নাইন গ্রুপের অনুসারীরা। এ ছাড়া তারা বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী বিকাল ৪টার শাটল ট্রেন আটকে রাখে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয় গ্রুপের এক কর্মীকে মারধর করে সিএফসি গ্রুপের অনুসারীরা। পরে মারধরের বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হলে বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হলের সামনে বিজয় গ্রুপের নেতা-কর্মীরা অবস্থান নেন। এ সময় সিএফসি গ্রুপের দুই কর্মীকে মারধর করেন বিজয়ের নেতা-কর্মীরা। আহতরা হলেনÑ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইব্রাহীম খলিল মুকুল, ইতিহাস বিভাগের জাহিদ শাকিল এবং নাট্যকলা বিভাগের মাহফুজুল হুদা লোটাস। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। সিএফসি প্রুপের দুই কর্মী হলেন আজাদ ও আসিফ। এ বিষয়ে শাখা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, বগিভিত্তিক সংগঠনগুলোর মধ্যে ঝামেলা হয়েছে। এর দায়ভার ছাত্রলীগ নেবে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, বিষয়টি আমরা জেনেছি। বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তল্লাশি চালানো হচ্ছে।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
ছাত্রলীগে দুই দফায় সংঘর্ষ, চবিতে অবরোধ
চবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর