চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একদিনে শাখা ছাত্রলীগের মধ্যে দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোট পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে তিন কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভিন্ন ঘটনায় আরও তিনজন আহত হন। এদিকে শাখা ছাত্রলীগের একটি পক্ষ অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে। এতে করে ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের একটি দোকানে (সিপি) প্রথম ঘটনার সূত্রপাত হয়। এ সময় দুর্বৃত্তদের হামলায় তিনজন আহত হন। এ ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয় সিক্সটি নাইন গ্রুপের অনুসারীরা। এ ছাড়া তারা বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী বিকাল ৪টার শাটল ট্রেন আটকে রাখে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয় গ্রুপের এক কর্মীকে মারধর করে সিএফসি গ্রুপের অনুসারীরা। পরে মারধরের বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হলে বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হলের সামনে বিজয় গ্রুপের নেতা-কর্মীরা অবস্থান নেন। এ সময় সিএফসি গ্রুপের দুই কর্মীকে মারধর করেন বিজয়ের নেতা-কর্মীরা। আহতরা হলেনÑ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইব্রাহীম খলিল মুকুল, ইতিহাস বিভাগের জাহিদ শাকিল এবং নাট্যকলা বিভাগের মাহফুজুল হুদা লোটাস। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। সিএফসি প্রুপের দুই কর্মী হলেন আজাদ ও আসিফ। এ বিষয়ে শাখা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, বগিভিত্তিক সংগঠনগুলোর মধ্যে ঝামেলা হয়েছে। এর দায়ভার ছাত্রলীগ নেবে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, বিষয়টি আমরা জেনেছি। বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তল্লাশি চালানো হচ্ছে।
শিরোনাম
- হাতিরঝিলে চলন্ত সিএনজি অটোরিকশায় আগুন, প্রাণে রক্ষা তিনজনের
- জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের
- রাজধানীতে সবজি স্থিতিশীল, অস্থির পেঁয়াজের বাজার
- শাটডাউনে অচল যুক্তরাষ্ট্রের বিমানবন্দর, হাজারো ফ্লাইট বাতিল
- মোবাইল দিয়েই প্রফেশনাল ছবি তুলবেন যেভাবে
- জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- বাড়িতে ঢুকে পড়ছে ভালুক, সেনা মোতায়েন
- বন্যায় ডুবতে পারে এশিয়ার যে দেশ, জারি সতর্কতা
- ডিজিটালেই ভবিষ্যৎ: নতুন উচ্চতায় নিউইয়র্ক টাইমসের আয়
- সরকার না পারলেও বিএনপি নির্বাচনের আবহ তৈরি করতে পেরেছে : জিল্লুর রহমান
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ