চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একদিনে শাখা ছাত্রলীগের মধ্যে দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোট পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে তিন কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভিন্ন ঘটনায় আরও তিনজন আহত হন। এদিকে শাখা ছাত্রলীগের একটি পক্ষ অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে। এতে করে ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের একটি দোকানে (সিপি) প্রথম ঘটনার সূত্রপাত হয়। এ সময় দুর্বৃত্তদের হামলায় তিনজন আহত হন। এ ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয় সিক্সটি নাইন গ্রুপের অনুসারীরা। এ ছাড়া তারা বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী বিকাল ৪টার শাটল ট্রেন আটকে রাখে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয় গ্রুপের এক কর্মীকে মারধর করে সিএফসি গ্রুপের অনুসারীরা। পরে মারধরের বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হলে বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হলের সামনে বিজয় গ্রুপের নেতা-কর্মীরা অবস্থান নেন। এ সময় সিএফসি গ্রুপের দুই কর্মীকে মারধর করেন বিজয়ের নেতা-কর্মীরা। আহতরা হলেনÑ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইব্রাহীম খলিল মুকুল, ইতিহাস বিভাগের জাহিদ শাকিল এবং নাট্যকলা বিভাগের মাহফুজুল হুদা লোটাস। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। সিএফসি প্রুপের দুই কর্মী হলেন আজাদ ও আসিফ। এ বিষয়ে শাখা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, বগিভিত্তিক সংগঠনগুলোর মধ্যে ঝামেলা হয়েছে। এর দায়ভার ছাত্রলীগ নেবে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, বিষয়টি আমরা জেনেছি। বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তল্লাশি চালানো হচ্ছে।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
ছাত্রলীগে দুই দফায় সংঘর্ষ, চবিতে অবরোধ
চবি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর