চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) একদিনে শাখা ছাত্রলীগের মধ্যে দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোট পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে তিন কর্মীর ওপর অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। ভিন্ন ঘটনায় আরও তিনজন আহত হন। এদিকে শাখা ছাত্রলীগের একটি পক্ষ অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছে। এতে করে ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের একটি দোকানে (সিপি) প্রথম ঘটনার সূত্রপাত হয়। এ সময় দুর্বৃত্তদের হামলায় তিনজন আহত হন। এ ঘটনার খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয় সিক্সটি নাইন গ্রুপের অনুসারীরা। এ ছাড়া তারা বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী বিকাল ৪টার শাটল ট্রেন আটকে রাখে। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয় গ্রুপের এক কর্মীকে মারধর করে সিএফসি গ্রুপের অনুসারীরা। পরে মারধরের বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হলে বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হলের সামনে বিজয় গ্রুপের নেতা-কর্মীরা অবস্থান নেন। এ সময় সিএফসি গ্রুপের দুই কর্মীকে মারধর করেন বিজয়ের নেতা-কর্মীরা। আহতরা হলেনÑ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইব্রাহীম খলিল মুকুল, ইতিহাস বিভাগের জাহিদ শাকিল এবং নাট্যকলা বিভাগের মাহফুজুল হুদা লোটাস। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। সিএফসি প্রুপের দুই কর্মী হলেন আজাদ ও আসিফ। এ বিষয়ে শাখা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, বগিভিত্তিক সংগঠনগুলোর মধ্যে ঝামেলা হয়েছে। এর দায়ভার ছাত্রলীগ নেবে না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর এস এম মনিরুল হাসান বলেন, বিষয়টি আমরা জেনেছি। বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তল্লাশি চালানো হচ্ছে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ