শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

পদ্মা সেতুর ৩৩০০ মিটার দৃশ্যমান

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মা সেতুর ৩৩০০ মিটার দৃশ্যমান

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ২২তম স্প্যান বসানো হয়েছে। গতকাল বেলা পৌনে ১২টার  দিকে সেতুর ৫ ও ৬ নম্বর পিলারের ওপর ‘১-ই’ নামে এ স্প্যানটি বসানো হয়। এর ফলে সেতুর ৩ হাজার ৩০০ মিটার দৃশ্যমান হলো। এর আগে ১৪ জানুয়ারি সেতুর ২১তম স্প্যান বসানো হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৫০ মিটার দৈর্ঘ্যরে ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যান নিয়ে সেতুর নির্ধারিত পিলারের উদ্দেশ্যে রওনা দেয় ভাসমান ক্রেন তিয়ান-ই। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ভাসমান ক্রেন তিয়ান-ই সকাল সাড়ে ৯টার দিকে ‘১-ই’ স্প্যান নিয়ে নির্ধারিত পিলারের কাছে পৌঁছায়।

সর্বশেষ খবর