রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা
অষ্টম কলাম

ভিক্ষুকের কোলে নবজাতক রেখে গেল তরুণী

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে ভিক্ষুকের কোলে নবজাতককে রেখে পালিয়ে গেছেন এক নারী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টার দিকে ভৈরব বাসস্ট্যান্ডের কাছে দুর্জয় মোড়ের দক্ষিণ পাশে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা এক নারী কালো চাদরে মোড়ানো ২/৩ দিন বয়সী এক নবজাতককে কোলে করে বাসস্ট্যান্ডের কাছে এক মহিলা ভিক্ষুকের কাছে যান। খাবার খেয়ে ফিরে আসার কথা বলে ভিক্ষুকের কোলে নবজাতককে রেখে দ্রুত চলে যান তিনি। পরে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  ভর্তি করান। শিশুটি বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় মহিলা ওয়ার্ডের এক রোগীর আত্মীয় রহিমা বেগম নামের একজনের তত্ত্বাবধানে রয়েছে। শিশুটি সুস্থ আছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

বাসস্ট্যান্ড এলাকার এক ফার্মেসি মালিক আশরাফুল আলম মুকুল জানান, অল্পবয়সী এক নারী ফার্মেসির সামনে বসা  মহিলা ভিক্ষুকের কাছে গিয়ে খাবার খেয়ে আসার কথা বলে নবজাতককে রেখে যায়। দীর্ঘ সময় পরও ওই নারী ফিরে না আসায় ভিক্ষুক বিষয়টি তাকে জানায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। এদিকে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য কেউ কেউ এগিয়ে এসেছেন বলে জানা গেছে। তবে এ ব্যাপারে আজ রবিবার আদালতকে অবগত করে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে স্থানীয় প্রশাসন সূত্র জানিয়েছে।

সর্বশেষ খবর