শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

শেষ পর্যন্ত ভালো থাকুক ভোটের পরিবেশ

-আবু আলম মো. শহীদ খান

শেষ পর্যন্ত ভালো থাকুক ভোটের পরিবেশ

দেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আবু আলম মো. শহীদ খান বলেছেন, ঢাকা সিটি নির্বাচন নিয়ে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনের সার্বিক পরিবেশ ভালো ও সৌহার্দ্যপূর্ণ ছিল।   ভোট সম্পন্ন এবং পরবর্তী সময় পর্যন্ত এই পরিবেশ যাতে বজায়  থাকে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপচারিতায় তিনি একথা বলেন। আবু আলম শহীদ খান বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ঢাকা সিটিতে ইলেকট্রিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নির্বাচন কমিশনের জন্য চ্যালেঞ্জ। আজকের ভোটে সফলতার ওপর ইভিএমের ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি বলেন, বিরোধী দলের মেয়র প্রার্থীরা ভালোভাবে তাদের প্রচারণা চালিয়েছেন। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে টান টান উত্তেজনা ছিল। আজ ভোটের দিনও কাউন্সিলর প্রার্থীরা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন বলে আশা রাখি। পাশাপাশি কোনো প্রার্থী অভিযোগ জানালে নির্বাচন কমিশনকে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

সর্বশেষ খবর