ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কেজি সোনাসহ এক পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)। গতকাল সকাল সাড়ে ৯টায় বোর্ডিং ব্রিজ থেকে পরিচ্ছন্নতা কর্মী জনাথন মুক্তি বারিকদারকে (৩৪) আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, ক্লিনার জনাথন মুক্তি বারিকদার বোর্ডিং ব্রিজের ৭ নম্বরে কাজ করছিলেন। তখন তার কাছে কোনো আইডি কার্ড ছিল না। এমনকি আর্মড পুলিশ দায়িত্ব পালনের সময় তাকে চেকিং করতে চাইলে তিনি তা করতে দেননি। পরে তাকে আর্মড পুলিশের অফিসে এনে সব সংস্থার উপস্থিতিতে দেহ তল্লাশি করা হয়। এ সময় জুতার ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩২টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার ওজন ৩ কেজি ৭১২ গ্রাম। আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। জানা গেছে, ২০১৪ সালে জনাথন মুক্তি বিমানের ক্লিনার হিসেবে যোগ দেন। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। গতকাল সকাল ৭টা ৫৫ মিনিটে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকায় আসে। যাত্রী নামার পর পরিষ্কার করতে ফ্লাইটটিতে ওঠেন জনাথন। পরিচ্ছন্নতার কাজ শেষে তিনি নেমে আসেন। এ সময় এয়ারক্রাফট নিরাপত্তায় থাকা আর্মড পুলিশের সদস্যরা তাকে তল্লাশি করতে চাইলে তিনি বাগ্বিতন্ডা শুরু কগ্ন। পরে তার দুই জুতার সুকতলায় প্রতিটিতে ১৬টি করে মোট ৩২টি সোনার বার পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনাথন মুক্তি জানিয়েছেন, মামুন নামে তার এক সহকর্মী তাকে ফ্লাইটের মধ্যে সোনার বারগুলো দেন। এরপর তিনি ফ্লাইটের টয়লেটে গিয়ে জুতোর সুকতলায় সুকৌশলে তা লুকিয়ে রাখেন। এগুলো তার ডিউটি ইনচার্জ আতিককে হস্তান্তর করার কথা ছিল এবং বিনিময়ে ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।
শিরোনাম
- অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকার আহ্বান যুবদল সভাপতির
- মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত : র্যাব
- ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বলেন বিমানে বোমা আছে: র্যাব
- নদীর এই বাঁধ দিয়ে বন্যা ঠেকানো সম্ভব নয় : দুর্যোগ উপদেষ্টা
- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
- সিরিয়ার বিস্তীর্ণ কৃষিজমিতে আগুন ধরিয়ে দিল ইসরায়েলি বাহিনী
- মার্কিন নাগরিককে পিটিয়ে হত্যা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের
- পাশবিক এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেয়া হবে : আসিফ নজরুল
- গাজাকে শিশুদের কবরস্থান বানাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
- ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে হতাহত ৬
- গাজায় ত্রাণ নিতে গিয়ে দুই মাসে নিহত ৭৯৮ ফিলিস্তিনি
- হাসিনাকন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১২ জুলাই)
- জাতীয়তাবাদের উদ্বিগ্ন হৃদয়
- রেকর্ড বইয়ের পাতায় ইংল্যান্ডের স্মিথ
- বিএনপির আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস-বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল
- রাজধানীর মিরপুর থেকে ৫০টি দেশীয় বন্যপ্রাণী উদ্ধার
- ভিন্নমত থাকবে, কিন্তু অপরের মতকে সম্মান করতে হবে : আমীর খসরু
- ভারতের হয়ে যে রেকর্ড এখন শুধুই বুমরাহর
শাহজালালে পরিচ্ছন্নতা কর্মীর জুতার তলায় পৌনে ২ কোটি টাকার সোনা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর