ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কেজি সোনাসহ এক পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)। গতকাল সকাল সাড়ে ৯টায় বোর্ডিং ব্রিজ থেকে পরিচ্ছন্নতা কর্মী জনাথন মুক্তি বারিকদারকে (৩৪) আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, ক্লিনার জনাথন মুক্তি বারিকদার বোর্ডিং ব্রিজের ৭ নম্বরে কাজ করছিলেন। তখন তার কাছে কোনো আইডি কার্ড ছিল না। এমনকি আর্মড পুলিশ দায়িত্ব পালনের সময় তাকে চেকিং করতে চাইলে তিনি তা করতে দেননি। পরে তাকে আর্মড পুলিশের অফিসে এনে সব সংস্থার উপস্থিতিতে দেহ তল্লাশি করা হয়। এ সময় জুতার ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩২টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার ওজন ৩ কেজি ৭১২ গ্রাম। আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। জানা গেছে, ২০১৪ সালে জনাথন মুক্তি বিমানের ক্লিনার হিসেবে যোগ দেন। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। গতকাল সকাল ৭টা ৫৫ মিনিটে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকায় আসে। যাত্রী নামার পর পরিষ্কার করতে ফ্লাইটটিতে ওঠেন জনাথন। পরিচ্ছন্নতার কাজ শেষে তিনি নেমে আসেন। এ সময় এয়ারক্রাফট নিরাপত্তায় থাকা আর্মড পুলিশের সদস্যরা তাকে তল্লাশি করতে চাইলে তিনি বাগ্বিতন্ডা শুরু কগ্ন। পরে তার দুই জুতার সুকতলায় প্রতিটিতে ১৬টি করে মোট ৩২টি সোনার বার পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনাথন মুক্তি জানিয়েছেন, মামুন নামে তার এক সহকর্মী তাকে ফ্লাইটের মধ্যে সোনার বারগুলো দেন। এরপর তিনি ফ্লাইটের টয়লেটে গিয়ে জুতোর সুকতলায় সুকৌশলে তা লুকিয়ে রাখেন। এগুলো তার ডিউটি ইনচার্জ আতিককে হস্তান্তর করার কথা ছিল এবং বিনিময়ে ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।
শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
শাহজালালে পরিচ্ছন্নতা কর্মীর জুতার তলায় পৌনে ২ কোটি টাকার সোনা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর