ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৪ কেজি সোনাসহ এক পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)। গতকাল সকাল সাড়ে ৯টায় বোর্ডিং ব্রিজ থেকে পরিচ্ছন্নতা কর্মী জনাথন মুক্তি বারিকদারকে (৩৪) আটক করা হয়। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, ক্লিনার জনাথন মুক্তি বারিকদার বোর্ডিং ব্রিজের ৭ নম্বরে কাজ করছিলেন। তখন তার কাছে কোনো আইডি কার্ড ছিল না। এমনকি আর্মড পুলিশ দায়িত্ব পালনের সময় তাকে চেকিং করতে চাইলে তিনি তা করতে দেননি। পরে তাকে আর্মড পুলিশের অফিসে এনে সব সংস্থার উপস্থিতিতে দেহ তল্লাশি করা হয়। এ সময় জুতার ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩২টি সোনার বার পাওয়া যায়। এসব সোনার ওজন ৩ কেজি ৭১২ গ্রাম। আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। জানা গেছে, ২০১৪ সালে জনাথন মুক্তি বিমানের ক্লিনার হিসেবে যোগ দেন। তার গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। গতকাল সকাল ৭টা ৫৫ মিনিটে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকায় আসে। যাত্রী নামার পর পরিষ্কার করতে ফ্লাইটটিতে ওঠেন জনাথন। পরিচ্ছন্নতার কাজ শেষে তিনি নেমে আসেন। এ সময় এয়ারক্রাফট নিরাপত্তায় থাকা আর্মড পুলিশের সদস্যরা তাকে তল্লাশি করতে চাইলে তিনি বাগ্বিতন্ডা শুরু কগ্ন। পরে তার দুই জুতার সুকতলায় প্রতিটিতে ১৬টি করে মোট ৩২টি সোনার বার পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনাথন মুক্তি জানিয়েছেন, মামুন নামে তার এক সহকর্মী তাকে ফ্লাইটের মধ্যে সোনার বারগুলো দেন। এরপর তিনি ফ্লাইটের টয়লেটে গিয়ে জুতোর সুকতলায় সুকৌশলে তা লুকিয়ে রাখেন। এগুলো তার ডিউটি ইনচার্জ আতিককে হস্তান্তর করার কথা ছিল এবং বিনিময়ে ২০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।
শিরোনাম
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব