আগামী মার্চের শেষ দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ ভোট নিয়ে আজ আনুষ্ঠানিক বৈঠকে বসছে সাংবিধানিক এ সংস্থাটি। বৈঠক শেষে ঘোষণা করা হবে তফসিল। ইসির কর্মকর্তারা বলেছেন, ২৮, ২৯ ও ৩০ মার্চ ভোট গ্রহণের প্রাথমিক তারিখ চিন্তা করা হচ্ছে। তবে এপ্রিলে ভোট করতে চাইলে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দিতে হবে। এদিকে, ৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, চট্টগ্রাম সিটি নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচন নিয়ে (আজ) ১৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক হবে। বৈঠক শেষে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বৈঠকের আলোচ্য সূচিতে চট্টগ্রাম সিটি নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের বিষয়টি রাখা হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, মুজিববর্ষ শুরু ১৭ মার্চ, ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং এপ্রিল জুড়ে এইচএসসি পরীক্ষা। এ ছাড়া গত ৭ ফেব্রুয়ারি নির্বাচনী দিন গণনা শুরু হয়েছে চট্টগ্রাম সিটিতে। তাই ইসি সচিবালয় চট্টগ্রাম সিটি ভোট মার্চের শেষে করার প্রস্তাব দেবে বৈঠকে। এক্ষেত্রে কমিশন তফসিল থেকে ভোট গ্রহণ পর্যন্ত ৪২ থেকে ৪৪ দিন হাতে রেখে ভোট গ্রহণের দিন নির্ধারণ করবে। তবে ৪২ দিন হাতে রাখলে ভোট হতে পারে ২৮ মার্চ, ৪৩ দিন হাতে রাখলে ভোট ২৯ মার্চ। ৪৪ দিন হাতে রাখলে ভোট হতে পারে ৩০ মার্চ। ঢাকার মতো চট্টগ্রাম সিটিতেও ইভিএমে ভোট হবে। ২০১৫ সালের ২৮ এপ্রিল একই দিনে ঢাকার দুই সিটির সঙ্গে ভোট হয় চট্টগ্রাম সিটিতেও। আর চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুলাইয়ে।
শিরোনাম
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি