রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

মার্চের শেষে ভোট আজ তফসিল

নিজস্ব প্রতিবেদক

মার্চের শেষে ভোট আজ তফসিল

আগামী মার্চের শেষ দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ ভোট নিয়ে আজ আনুষ্ঠানিক বৈঠকে বসছে সাংবিধানিক এ সংস্থাটি।  বৈঠক শেষে ঘোষণা করা হবে তফসিল। ইসির কর্মকর্তারা বলেছেন, ২৮, ২৯ ও ৩০ মার্চ ভোট গ্রহণের প্রাথমিক তারিখ চিন্তা করা হচ্ছে। তবে এপ্রিলে ভোট করতে চাইলে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দিতে হবে। এদিকে, ৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, চট্টগ্রাম সিটি নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচন নিয়ে (আজ) ১৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক হবে। বৈঠক শেষে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বৈঠকের আলোচ্য সূচিতে চট্টগ্রাম সিটি নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের বিষয়টি রাখা হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, মুজিববর্ষ শুরু ১৭ মার্চ, ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং এপ্রিল জুড়ে এইচএসসি পরীক্ষা। এ ছাড়া গত ৭ ফেব্রুয়ারি নির্বাচনী দিন গণনা শুরু হয়েছে চট্টগ্রাম সিটিতে। তাই ইসি সচিবালয় চট্টগ্রাম সিটি ভোট মার্চের শেষে করার প্রস্তাব দেবে বৈঠকে। এক্ষেত্রে কমিশন তফসিল থেকে ভোট গ্রহণ পর্যন্ত ৪২ থেকে ৪৪ দিন হাতে রেখে ভোট গ্রহণের দিন নির্ধারণ করবে। তবে ৪২ দিন হাতে রাখলে ভোট হতে পারে ২৮ মার্চ, ৪৩ দিন হাতে রাখলে ভোট ২৯ মার্চ। ৪৪ দিন হাতে রাখলে ভোট হতে পারে ৩০ মার্চ। ঢাকার মতো চট্টগ্রাম সিটিতেও ইভিএমে ভোট হবে। ২০১৫ সালের ২৮ এপ্রিল একই দিনে ঢাকার দুই সিটির সঙ্গে ভোট হয় চট্টগ্রাম সিটিতেও। আর চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুলাইয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর