আগামী মার্চের শেষ দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এ ভোট নিয়ে আজ আনুষ্ঠানিক বৈঠকে বসছে সাংবিধানিক এ সংস্থাটি। বৈঠক শেষে ঘোষণা করা হবে তফসিল। ইসির কর্মকর্তারা বলেছেন, ২৮, ২৯ ও ৩০ মার্চ ভোট গ্রহণের প্রাথমিক তারিখ চিন্তা করা হচ্ছে। তবে এপ্রিলে ভোট করতে চাইলে এইচএসসি পরীক্ষা পিছিয়ে দিতে হবে। এদিকে, ৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, চট্টগ্রাম সিটি নির্বাচন ও বগুড়া-১ এবং যশোর-৬ আসনের উপ-নির্বাচন নিয়ে (আজ) ১৬ ফেব্রুয়ারি কমিশন বৈঠক হবে। বৈঠক শেষে এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বৈঠকের আলোচ্য সূচিতে চট্টগ্রাম সিটি নির্বাচন, বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনের বিষয়টি রাখা হয়েছে। ইসি কর্মকর্তারা জানান, মুজিববর্ষ শুরু ১৭ মার্চ, ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং এপ্রিল জুড়ে এইচএসসি পরীক্ষা। এ ছাড়া গত ৭ ফেব্রুয়ারি নির্বাচনী দিন গণনা শুরু হয়েছে চট্টগ্রাম সিটিতে। তাই ইসি সচিবালয় চট্টগ্রাম সিটি ভোট মার্চের শেষে করার প্রস্তাব দেবে বৈঠকে। এক্ষেত্রে কমিশন তফসিল থেকে ভোট গ্রহণ পর্যন্ত ৪২ থেকে ৪৪ দিন হাতে রেখে ভোট গ্রহণের দিন নির্ধারণ করবে। তবে ৪২ দিন হাতে রাখলে ভোট হতে পারে ২৮ মার্চ, ৪৩ দিন হাতে রাখলে ভোট ২৯ মার্চ। ৪৪ দিন হাতে রাখলে ভোট হতে পারে ৩০ মার্চ। ঢাকার মতো চট্টগ্রাম সিটিতেও ইভিএমে ভোট হবে। ২০১৫ সালের ২৮ এপ্রিল একই দিনে ঢাকার দুই সিটির সঙ্গে ভোট হয় চট্টগ্রাম সিটিতেও। আর চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের জুলাইয়ে।
শিরোনাম
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন