মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল বাংলাদেশ

প্রতিদিন ডেস্ক

বসবাসের জন্য দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ব্যয়বহুল দেশ হিসেবে বাংলাদেশের নাম উঠে এসেছে। আর সবচেয়ে কম ব্যয়ের দেশ পাকিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থনীতি ও বাণিজ্যবিষয়ক শীর্ষ ম্যাগাজিন সিইওওয়ার্ল্ডের প্রতিবেদনে বিষয়টি উঠে আসে। প্রতিবেদনে দেখা যায়, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল দেশ হচ্ছে সুইজারল্যান্ড। খবর, অনলাইন। শীর্ষ দশের তালিকায় থাকা অন্য দেশগুলো হচ্ছে- নরওয়ে, আইসল্যান্ড, জাপান, ডেনমার্ক, বাহামাস, লুক্সেমবার্গ, ইসরায়েল, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। এ তালিকায় ২০তম দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ২৭তম, সৌদি আরব ৫৭তম ও রাশিয়া ৮২তম। দক্ষিণ এশিয়ার ব্যয়বহুল দেশের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এর পরই যথাক্রমে শ্রীলঙ্কা, নেপাল, ভারত, আফগানিস্তান ও পাকিস্তান। জীবনযাত্রার ব্যয়, ঘর ভাড়া, নিত্যপণ্য মূল্য, খাওয়া-দাওয়া এবং ক্রয়ক্ষমতা- এ পাঁচটি বিষয়ের ওপর তৈরি করা সূচকে ব্যয়বহুল দেশের তালিকাটি প্রকাশ করে সিইওওয়ার্ল্ড।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর