কখনো র্যাব, কখনো ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রথমে অপহরণ ও পরে ডাকাতি করে সর্বস্ব লুটে নিত। এক পর্যায়ে সংঘবদ্ধ ওই ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার হয়। তবে কারাগারে সংশোধন না হয়ে সেখানে বসেই আবারও ডাকাতির পরিকল্পনা করে। জামিনের কয়েকদিনের মধ্যে আবারও লিপ্ত হয় একই অপরাধে। এবার আবারও গ্রেফতার। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর রোডের দারুসসালাম খালেক ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এ চক্রের সদস্য জাহাঙ্গীর আলম ওরফে স্বাধীনকে প্রথমে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কয়েক ঘণ্টার মধ্যে মোহাম্মদপুর কলেজ গেটের সামনে অভিযান চালিয়ে আলমগীর খাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ। পিবিআই-সূত্র জানান, গ্রেফতারকৃতরা গত বছরের ২৮ ডিসেম্বর সকাল ৯টার দিকে খিলক্ষেতে নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে পিস্তল ঠেকিয়ে একটি আইফোন, একটি শাওমি রেডমি নোট ও নগদ ৩ লাখ টাকা লুটে নেয়। পরে তার মুখ চেপে ধরে মারতে মারতে ব্রিজের নিচে থাকা ডাকাত দলের এক্স করোলা গাড়িতে ওঠায়। গাড়িতে ওঠানোর সময় তার চিৎকার শুনে একজন উবারচালক, ট্রাফিক পুলিশ কনস্টেবল ও উপস্থিত জনতাকে এগিয়ে আসতে দেখে ডাকাত দল তাদের গাড়ি ও র্যাবের জ্যাকেট ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতদের ফেলে যাওয়া এক্স করোলা গাড়ি, র্যাবের জ্যাকেট, গাড়ির কাগজ ও আইডি কার্ড উদ্ধার করে দীর্ঘ তদন্তের পর এদের গ্রেফতার করে। ওই ঘটনায় মাহমুদুলের ভাই যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। এসপি বশির জানান, জামিন পেয়ে ফের ডাকাতির পরিকল্পনা করে দেশের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের বড় অঙ্কের নগদ টাকার লেনদেন সম্পর্কে তথ্য সংগ্রহ করত। এরপর টাকা নিয়ে যাওয়ার সময় সুযোগমতো তাদের অনুসরণ করত। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পথচারীদের কাছে অবৈধ জিনিস আছে হুমকি দিয়ে তাদের নির্ধারিত মাইক্রোবাসে করে বিভিন্ন স্থানে নিয়ে যেত। পরবর্তী সময়ে নিরিবিলি ও সুবিধাজনক স্থানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে ব্যবসায়ীদের কাছে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নিত। ডাকাতি করার জন্য তারা সাধারণত মাইক্রোবাস ও প্রাইভেট কার ভাড়া করে নিত। ডাকাতি শেষে ওই গাড়ি জমা দিয়ে তারা চলে যেত।
শিরোনাম
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
ভয়ঙ্কর পরিকল্পনা কারাগারে বসেই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর