কখনো র্যাব, কখনো ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় প্রথমে অপহরণ ও পরে ডাকাতি করে সর্বস্ব লুটে নিত। এক পর্যায়ে সংঘবদ্ধ ওই ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার হয়। তবে কারাগারে সংশোধন না হয়ে সেখানে বসেই আবারও ডাকাতির পরিকল্পনা করে। জামিনের কয়েকদিনের মধ্যে আবারও লিপ্ত হয় একই অপরাধে। এবার আবারও গ্রেফতার। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর রোডের দারুসসালাম খালেক ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এ চক্রের সদস্য জাহাঙ্গীর আলম ওরফে স্বাধীনকে প্রথমে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে কয়েক ঘণ্টার মধ্যে মোহাম্মদপুর কলেজ গেটের সামনে অভিযান চালিয়ে আলমগীর খাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার বশির আহমেদ। পিবিআই-সূত্র জানান, গ্রেফতারকৃতরা গত বছরের ২৮ ডিসেম্বর সকাল ৯টার দিকে খিলক্ষেতে নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে মাহমুদুল হাসান নামে এক ব্যক্তিকে পিস্তল ঠেকিয়ে একটি আইফোন, একটি শাওমি রেডমি নোট ও নগদ ৩ লাখ টাকা লুটে নেয়। পরে তার মুখ চেপে ধরে মারতে মারতে ব্রিজের নিচে থাকা ডাকাত দলের এক্স করোলা গাড়িতে ওঠায়। গাড়িতে ওঠানোর সময় তার চিৎকার শুনে একজন উবারচালক, ট্রাফিক পুলিশ কনস্টেবল ও উপস্থিত জনতাকে এগিয়ে আসতে দেখে ডাকাত দল তাদের গাড়ি ও র্যাবের জ্যাকেট ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ডাকাতদের ফেলে যাওয়া এক্স করোলা গাড়ি, র্যাবের জ্যাকেট, গাড়ির কাগজ ও আইডি কার্ড উদ্ধার করে দীর্ঘ তদন্তের পর এদের গ্রেফতার করে। ওই ঘটনায় মাহমুদুলের ভাই যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন। এসপি বশির জানান, জামিন পেয়ে ফের ডাকাতির পরিকল্পনা করে দেশের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের বড় অঙ্কের নগদ টাকার লেনদেন সম্পর্কে তথ্য সংগ্রহ করত। এরপর টাকা নিয়ে যাওয়ার সময় সুযোগমতো তাদের অনুসরণ করত। নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে পথচারীদের কাছে অবৈধ জিনিস আছে হুমকি দিয়ে তাদের নির্ধারিত মাইক্রোবাসে করে বিভিন্ন স্থানে নিয়ে যেত। পরবর্তী সময়ে নিরিবিলি ও সুবিধাজনক স্থানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে ব্যবসায়ীদের কাছে থাকা টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নিত। ডাকাতি করার জন্য তারা সাধারণত মাইক্রোবাস ও প্রাইভেট কার ভাড়া করে নিত। ডাকাতি শেষে ওই গাড়ি জমা দিয়ে তারা চলে যেত।
শিরোনাম
- মাছের বাজারে চড়া দাম, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
ভয়ঙ্কর পরিকল্পনা কারাগারে বসেই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর