বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিন-এর পাঠকপ্রিয়তা বেড়েই চলেছে রাজশাহীতে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বাংলাদেশ প্রতিদিন-এর পাঠকপ্রিয়তা বেড়েই চলেছে রাজশাহীতে

রাজশাহীর পাঠকদের কাছে বিভিন্ন দৈনিক সংবাদপত্রের  চাহিদা কমলেও বাংলাদেশ প্রতিদিন-এর চাহিদা এবং  পাঠকপ্রিয়তা বেড়েই চলেছে। এক সাক্ষাৎকারে রাজশাহীতে কর্মরত সংবাদপত্র এজেন্টরা এ কথা বলেছেন। তারা জানান, রাজশাহী জেলায় পাঠকের আগ্রহের শীর্ষে আছে বাংলাদেশ প্রতিদিন। স্বল্প মূল্য, সংক্ষিপ্ত কলেবর, বস্তুনিষ্ঠ সংবাদ আর সব শ্রেণির পাঠকের চাহিদা পূরণ করতে পারায় এটি এখন পাঠকপ্রিয়তার শীর্ষে রয়েছে। সকাল ১০টার মধ্যেই পত্রিকাটির সব কপি বিক্রি হয়ে যায়। এজেন্টদের পক্ষে জুগলী কিশোর বলেন, বাংলাদেশ প্রতিদিনের পাঠকচাহিদা অনেক বেশি। একদিকে দাম কম হওয়া, আরেক দিকে ছোট আকারে সব খবরই এতে মিলে যাওয়ায় অন্য পত্রিকা আর পড়ার দরকার হয় না। এতে করে চাহিদার শীর্ষে উঠেছে বাংলাদেশ প্রতিদিন। বিক্রির শীর্ষে থাকার কারণ সম্পর্কে তিনি আরও বলেন, বগুড়া প্রেস থেকে ছাপানোর কারণে সবার আগে পত্রিকাটি এখানে চলে আসে। অন্য পত্রিকা এ ক্ষেত্রে অনেক পিছিয়ে। যে কারণে আগে আসায় এটি আগে বিক্রি হয়ে যায়। এরপর যেসব পত্রিকা থাকে সেগুলো বিক্রি করা হয়। তবে এগুলোর বেশিরভাগই অবিক্রীত অবস্থায় পড়ে থাকে।

সর্বশেষ খবর