বুধবার, ১১ মার্চ, ২০২০ ০০:০০ টা

খালেদার মুক্তি দাবিতে বিএনপির বিক্ষোভ কর্মসূচি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

দেশে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্তের প্রেক্ষাপটে আজ সারা দেশে খালেদা জিয়ার মুক্তি দাবিতে যে বিক্ষোভ কর্মসূচি হওয়ার কথা তা স্থগিত করেছে বিএনপি। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। বিএনপি মহাসচিব বলেন, ‘আগামীকাল (বুধবার) দেশের সব মহানগর ও জেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি দাবিতে আমরা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঘটায় জনসমাবেশ যাতে এ ভাইরাসের ঝুঁকিতে না পড়ে, সেজন্য কর্মসূচি আমরা আপাতত স্থগিত ঘোষণা করছি। আক্রাšদের আশু আরোগ্য কামনা ও এ রোগ যাতে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করছি।’ সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, নাজিমউদ্দিন আলম, হাবিবুল ইসলাম হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুস সালাম আজাদ, আমিরুল ইসলাম খান আলীম, শাহীন শওকত প্রমুখ উপস্থিত ছিলেন। করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মকান্ড পরিচালনার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দুস্থ রোগীদের সুচিকিৎসা ও রোগ প্রতিরোধের প্রয়োজনীয় পরামর্শ ও সরঞ্জাম নিয়ে জনগণের পাশের থাকার জন্য আমি দলের সর্বস্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ খবর