বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত হয়েও স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাননি ২৩১ জন চিকিৎসক। বছরের পর বছর এই ডাক্তাররা গেজেটভুক্ত হওয়ার আশায় দিন পার করছেন। দেশে ডাক্তারের সংকট কাটাতে তাদের নিয়োগ দিতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানিয়েছেন এ চিকিৎসকরা। জানা গেছে, গত ৩২তম বিসিএস থেকে ৩৯তম বিসিএস পর্যন্ত এ ডাক্তাররা লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে পিএসসি তাদের নিয়োগ দিতে সুপারিশ করেছিল। কিন্তু তাদের নিয়োগের জন্য গেজেটভুক্ত করা হয়নি। এদের মধ্যে ৩২তম বিসিএসে ১১ জন, ৩৩তম বিসিএসে ১১৪ জন, ৩৪তম বিসিএসে ১০ জন, ৩৫তম বিসিএসে ছয়জন, ৩৬তম বিসিএসে পাঁচজন, ৩৭তম বিসিএসে ১৪ জন ও ৩৯তম বিসিএসে ৭১ জন চিকিৎসক রয়েছেন। এ চিকিৎসকরা বলছেন, সরকার সম্প্রতি দুই হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছে। আমরা চাই দ্রুত আমাদের নিয়োগ দিয়ে চিকিৎসকের সংকট দূর করা হোক। ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে নিয়োগবঞ্চিত এক চিকিৎসক জানান, অনেক চড়াই-উতরাই পার করে বছরের পর বছর পরিশ্রম করে বিসিএসের সব পরীক্ষায় উত্তীর্ণ হই। কিন্তু আমাদের গেজেটভুক্ত করা হয়নি। ফলে নিয়োগ না পেয়ে সামাজিকভাবে হেয় হওয়ার পাশাপাশি অর্থকষ্টেও রয়েছি আমরা। আমরা চাই দ্রুতই আমাদের নিয়োগের ব্যবস্থা করা হোক। ৩৫তম বিসিএসে উত্তীর্ণ বেসরকারি হাসপাতালে কর্মরত এক চিকিৎসক বলেন, ক্যাডারভুক্ত না হওয়ায় অনেকটা মানবেতর জীবন অতিবাহিত করছি। আমরা চাই দ্রুত আমাদের গেজেটভুক্ত করে পদায়ন করা হোক। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিএস উত্তীর্ণ এক চিকিৎসক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ করলেও বছরের পর বছর দৃশ্যমান কোনো কারণ না দেখিয়ে সমস্যার কোনো সুরাহা করা হয়নি। কারও কারও চাকরির বয়সও পার হয়ে গেছে। তারা বড় সমস্যার সম্মুখীন হয়েছেন। জানা গেছে, বিসিএসে উত্তীর্ণ হওয়া ও পিএসসির সুপারিশ পাওয়া এ চিকিৎসকদের সম্পর্কে নেতিবাচক প্রতিবেদনের কারণেই তাদের গেজেটভুক্ত করা হয়নি। নিয়োগবঞ্চিত এ চিকিৎসকরা সম্প্রতি প্রধানমন্ত্রী বরাবর এক আবেদন করেন। আবেদনে বলা হয়, নিয়োগবঞ্চিত হয়ে বর্তমানে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। অনেকেই এখনো বেকার রয়ে গেছেন। সুপারিশকৃত হলেও গেজেটভুক্ত না হওয়ায় সামাজিকভাবেও হেয় প্রতিপন্ন হতে হচ্ছে আমাদের। ফলে মানসিকভাবে চরম হতাশার মধ্যে জীবনযাপন করতে হচ্ছে আমাদের। করোনার এ সময়ে ডাক্তাররা সম্মুখযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য ক্যাডারে গেজেটভুক্ত হয়ে দেশের জন্য লড়াই করতে প্রস্তুত আমরা। এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, চিকিৎসকদের এ বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এরই মধ্যে অনেককে নিয়োগের নির্দেশও দিয়েছি। তারপরও যাদের প্রজ্ঞাপন হয়নি তাদের সমস্যাটি কীভাবে সমাধান করা যায় তা গুরুত্ব দিয়ে দেখছি।
শিরোনাম
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
পিএসসির সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগবঞ্চিত ২৩১ চিকিৎসক
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর