করোনাভাইরাস মুক্ত হলেন নওগাঁ-২ (পতœীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। গত শুক্রবার দ্বিতীয় টেস্টে তাঁর করোনা ‘নেগেটিভ’ এসেছে। শহীদুজ্জামান এমপির পারিবারিক সূত্রে গতকাল সকালে এ তথ্য জানা গেছে। শহীদুজ্জামান সরকার এমপির শরীরে ১ মে করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে তিনি ঢাকায় তাঁর ন্যাম ভবনের ফ্ল্যাটে অবস্থান করছেন। তিনি ওই বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ হলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাঁর শরীরে জটিল কোনো উপসর্গ দেখা দেয়নি। এমপির ব্যক্তিগত সহকারী রানা মাহমুদ গত রাতে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার ফলাফলের ছবি দিয়ে স্ট্যাটাস দেন। তাতে তিনি লিখেন, ‘পরপর দ্বিতীয় টেস্টে সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের শরীরে করোনা নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং তিনি তাঁর ঢাকার বাসাতেই অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে আরও ১৪ দিন সঙ্গনিরোধ (কোয়ারেন্টাইন) অবস্থায় থাকতে হবে। শহীদুজ্জামান সরকার ও তাঁর পরিবারের সদস্যরা এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।’ শহীদুজ্জামান এমপির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর তাঁর সংস্পর্শে যাওয়া পরিবারের সদস্য, নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নমুনা পরীক্ষা করা হয়। তবে তাঁদের কারও শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি। ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান বলেন, সাত দিন পর আর একটি রিপোর্ট করতে হবে। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তা ছাড়া তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ নেই। নেগেটিভ রিপোর্ট আসায় দুই উপজেলার হাজারো নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা-র্কমচারী ও সুধীমহলের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ