করোনাভাইরাস মুক্ত হলেন নওগাঁ-২ (পতœীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। গত শুক্রবার দ্বিতীয় টেস্টে তাঁর করোনা ‘নেগেটিভ’ এসেছে। শহীদুজ্জামান এমপির পারিবারিক সূত্রে গতকাল সকালে এ তথ্য জানা গেছে। শহীদুজ্জামান সরকার এমপির শরীরে ১ মে করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে তিনি ঢাকায় তাঁর ন্যাম ভবনের ফ্ল্যাটে অবস্থান করছেন। তিনি ওই বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ হলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাঁর শরীরে জটিল কোনো উপসর্গ দেখা দেয়নি। এমপির ব্যক্তিগত সহকারী রানা মাহমুদ গত রাতে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার ফলাফলের ছবি দিয়ে স্ট্যাটাস দেন। তাতে তিনি লিখেন, ‘পরপর দ্বিতীয় টেস্টে সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের শরীরে করোনা নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং তিনি তাঁর ঢাকার বাসাতেই অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে আরও ১৪ দিন সঙ্গনিরোধ (কোয়ারেন্টাইন) অবস্থায় থাকতে হবে। শহীদুজ্জামান সরকার ও তাঁর পরিবারের সদস্যরা এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।’ শহীদুজ্জামান এমপির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর তাঁর সংস্পর্শে যাওয়া পরিবারের সদস্য, নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নমুনা পরীক্ষা করা হয়। তবে তাঁদের কারও শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি। ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান বলেন, সাত দিন পর আর একটি রিপোর্ট করতে হবে। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তা ছাড়া তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ নেই। নেগেটিভ রিপোর্ট আসায় দুই উপজেলার হাজারো নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা-র্কমচারী ও সুধীমহলের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
শিরোনাম
- হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের যে ৫ অভিযোগ
- মহেশ বাবু–রাজামৌলির ‘বারাণসী’র চোখ ধাঁধানো টিজার
- অগ্নিসন্ত্রাসের জনক একজনই: সোহেল তাজ
- রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ আজ
- ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে
- মোহাম্মদপুরে বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি
- নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩.১ শতাংশ বেড়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণ
- রাজধানীতে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
- রায়ের আগে ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার
- কঙ্গোয় তামা–কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২ শ্রমিক
- ভারতকে লজ্জায় ফেলে পাকিস্তানের সহজ জয়
- লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা : নিহত ১
- ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছি: ট্রাম্প
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ