করোনাভাইরাস মুক্ত হলেন নওগাঁ-২ (পতœীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। গত শুক্রবার দ্বিতীয় টেস্টে তাঁর করোনা ‘নেগেটিভ’ এসেছে। শহীদুজ্জামান এমপির পারিবারিক সূত্রে গতকাল সকালে এ তথ্য জানা গেছে। শহীদুজ্জামান সরকার এমপির শরীরে ১ মে করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে তিনি ঢাকায় তাঁর ন্যাম ভবনের ফ্ল্যাটে অবস্থান করছেন। তিনি ওই বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ হলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাঁর শরীরে জটিল কোনো উপসর্গ দেখা দেয়নি। এমপির ব্যক্তিগত সহকারী রানা মাহমুদ গত রাতে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার ফলাফলের ছবি দিয়ে স্ট্যাটাস দেন। তাতে তিনি লিখেন, ‘পরপর দ্বিতীয় টেস্টে সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের শরীরে করোনা নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং তিনি তাঁর ঢাকার বাসাতেই অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে আরও ১৪ দিন সঙ্গনিরোধ (কোয়ারেন্টাইন) অবস্থায় থাকতে হবে। শহীদুজ্জামান সরকার ও তাঁর পরিবারের সদস্যরা এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।’ শহীদুজ্জামান এমপির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর তাঁর সংস্পর্শে যাওয়া পরিবারের সদস্য, নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নমুনা পরীক্ষা করা হয়। তবে তাঁদের কারও শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি। ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান বলেন, সাত দিন পর আর একটি রিপোর্ট করতে হবে। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তা ছাড়া তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ নেই। নেগেটিভ রিপোর্ট আসায় দুই উপজেলার হাজারো নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা-র্কমচারী ও সুধীমহলের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
করোনাকে জয় করলেন এমপি শহীদুজ্জামান
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর