করোনাভাইরাস মুক্ত হলেন নওগাঁ-২ (পতœীতলা ও ধামইরহাট) আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার। গত শুক্রবার দ্বিতীয় টেস্টে তাঁর করোনা ‘নেগেটিভ’ এসেছে। শহীদুজ্জামান এমপির পারিবারিক সূত্রে গতকাল সকালে এ তথ্য জানা গেছে। শহীদুজ্জামান সরকার এমপির শরীরে ১ মে করোনাভাইরাস শনাক্ত হয়। এর পর থেকে তিনি ঢাকায় তাঁর ন্যাম ভবনের ফ্ল্যাটে অবস্থান করছেন। তিনি ওই বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ হলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর তাঁর শরীরে জটিল কোনো উপসর্গ দেখা দেয়নি। এমপির ব্যক্তিগত সহকারী রানা মাহমুদ গত রাতে তাঁর ফেসবুক অ্যাকাউন্টে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষার ফলাফলের ছবি দিয়ে স্ট্যাটাস দেন। তাতে তিনি লিখেন, ‘পরপর দ্বিতীয় টেস্টে সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের শরীরে করোনা নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং তিনি তাঁর ঢাকার বাসাতেই অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাঁকে আরও ১৪ দিন সঙ্গনিরোধ (কোয়ারেন্টাইন) অবস্থায় থাকতে হবে। শহীদুজ্জামান সরকার ও তাঁর পরিবারের সদস্যরা এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।’ শহীদুজ্জামান এমপির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর তাঁর সংস্পর্শে যাওয়া পরিবারের সদস্য, নওগাঁর জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের নমুনা পরীক্ষা করা হয়। তবে তাঁদের কারও শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি। ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও ধামইরহাট পৌরসভার মেয়র আমিনুর রহমান বলেন, সাত দিন পর আর একটি রিপোর্ট করতে হবে। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। তা ছাড়া তাঁর শরীরে করোনার কোনো উপসর্গ নেই। নেগেটিভ রিপোর্ট আসায় দুই উপজেলার হাজারো নেতা-কর্মী, সরকারি কর্মকর্তা-র্কমচারী ও সুধীমহলের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
শিরোনাম
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
- নারীদের নিরাপত্তা ও সুরক্ষায় ৫ প্রতিশ্রুতি তারেক রহমানের
- ‘শততম’ ম্যাচে শতক হাঁকালেন লিটনও
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশ
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
করোনাকে জয় করলেন এমপি শহীদুজ্জামান
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর