রেকর্ড লেনদেন ও সূচকের ব্যাপক উত্থানে চাঙ্গা দেশের দুই শেয়ারবাজার। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক দিনেই বেড়েছে ১৮০ পয়েন্ট। এ ছাড়া লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪৮৭ পয়েন্ট বেড়েছে। দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে মন্দাবস্থা বিরাজ করায় বিনিয়োগকারীদের নাভিশ্বাস ওঠে। মন্দা কাটাতে কেন্দ্রীয় ব্যাংক গত ১০ ফেব্রুয়ারি শেয়ারবাজারে বিনিয়োগের জন্য প্রতিটি ব্যাংককে ২০০ কোটি টাকা করে তহবিল গঠনের নির্দেশ দিয়ে সার্কুলার জারি করে। এ খবরে শেয়ারবাজারে কয়েক দিন উত্থান প্রবণতা ছিল। এ নিয়ে বেশিরভাগ ব্যাংক নিষ্ক্রিয় থাকায় আবারও শেয়ারবাজার ফেরে পতনের ধারায়। এদিকে করোনা সংকটের মধ্যে সূচকের পতন ঠেকাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সার্কিট ব্রেকার বেধে দেয়। এতে করে শেয়ারবাজারের পতন আটকে গেলেও গতি থমকে ছিল। অনেকটা বন্ধ ছিল বেশিরভাগ কোম্পানির লেনদেন। সবশেষ ঈদুল আজহার পর বাজারে গতি ফিরতে শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। লেনদেনে দেখা গেছে, বছরের ১৯ জানুয়ারি ডিএসইতে সর্বোচ্চ অর্থাৎ ২৩২ পয়েন্ট বেড়েছিল। আর গতকাল সূচক ১৮০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১ হাজার ১২৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ২৯২ কোটি ১১ লাখ টাকা বেশি। ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৯৩টির বা ৮২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। দর কমেছে ৪২টির বা ১২ শতাংশের এবং ২০টি বা ৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপরদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৮৯ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১০টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। সিএসইতে ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শিরোনাম
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
সূচকের ব্যাপক উত্থানে চাঙ্গা শেয়ারবাজার
লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর