রেকর্ড লেনদেন ও সূচকের ব্যাপক উত্থানে চাঙ্গা দেশের দুই শেয়ারবাজার। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক দিনেই বেড়েছে ১৮০ পয়েন্ট। এ ছাড়া লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪৮৭ পয়েন্ট বেড়েছে। দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে মন্দাবস্থা বিরাজ করায় বিনিয়োগকারীদের নাভিশ্বাস ওঠে। মন্দা কাটাতে কেন্দ্রীয় ব্যাংক গত ১০ ফেব্রুয়ারি শেয়ারবাজারে বিনিয়োগের জন্য প্রতিটি ব্যাংককে ২০০ কোটি টাকা করে তহবিল গঠনের নির্দেশ দিয়ে সার্কুলার জারি করে। এ খবরে শেয়ারবাজারে কয়েক দিন উত্থান প্রবণতা ছিল। এ নিয়ে বেশিরভাগ ব্যাংক নিষ্ক্রিয় থাকায় আবারও শেয়ারবাজার ফেরে পতনের ধারায়। এদিকে করোনা সংকটের মধ্যে সূচকের পতন ঠেকাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সার্কিট ব্রেকার বেধে দেয়। এতে করে শেয়ারবাজারের পতন আটকে গেলেও গতি থমকে ছিল। অনেকটা বন্ধ ছিল বেশিরভাগ কোম্পানির লেনদেন। সবশেষ ঈদুল আজহার পর বাজারে গতি ফিরতে শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। লেনদেনে দেখা গেছে, বছরের ১৯ জানুয়ারি ডিএসইতে সর্বোচ্চ অর্থাৎ ২৩২ পয়েন্ট বেড়েছিল। আর গতকাল সূচক ১৮০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১ হাজার ১২৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ২৯২ কোটি ১১ লাখ টাকা বেশি। ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৯৩টির বা ৮২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। দর কমেছে ৪২টির বা ১২ শতাংশের এবং ২০টি বা ৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপরদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৮৯ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১০টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। সিএসইতে ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শিরোনাম
- খুলনায় পুলিশের ৫৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রসহ দুইজন নিহত
- স্ত্রী ও ছেলেসহ সাবেক মন্ত্রী মায়ার ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ইসির কাছে ১৪ প্রস্তাবনা ইউএনডিপি প্রতিনিধিদলের
- স্ত্রী-কন্যাসহ র্যাবের সাবেক ডিজি হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১১
- প্রাথমিকের শিক্ষক পদে আবেদন করতে পারবেন না ধূমপায়ীরা
- চট্টগ্রাম শিক্ষাবোর্ডের দুই কর্মচারী সাময়িক বরখাস্ত
- ঢাবিতে শীতকালীন বইমেলা শুরু
- জামিন পেলেন সাংবাদিক মঞ্জুরুল আলম
- এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ ১৬ নভেম্বর
- ট্রাম্প ক্ষমতায় আসার পর ৮০ হাজার ভিসা বাতিল
- ইন্টারনেটে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড , ৯৯ কোটি টাকা জরিমানা
- মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে : তারেক রহমান
- সন্ত্রাসবিরোধী আইনের মামলায় লতিফ সিদ্দিকীর জামিন
- স্কুল-কলেজের সিসি ক্যামেরাগুলো ভোটকেন্দ্রে ব্যবহার করতে চায় ইসি
- সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি
- জেতার সম্ভাবনা আছে এমন শরিকদের জন্য আসন ছাড়বে বিএনপি : আমীর খসরু
- ‘যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশ পাইনি’
- বাকৃবির উদ্ভাবন: দেশের প্রথম হাঁসের ডাক প্লেগ ভ্যাকসিন
সূচকের ব্যাপক উত্থানে চাঙ্গা শেয়ারবাজার
লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর