রেকর্ড লেনদেন ও সূচকের ব্যাপক উত্থানে চাঙ্গা দেশের দুই শেয়ারবাজার। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক দিনেই বেড়েছে ১৮০ পয়েন্ট। এ ছাড়া লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ৪৮৭ পয়েন্ট বেড়েছে। দীর্ঘদিন ধরে শেয়ারবাজারে মন্দাবস্থা বিরাজ করায় বিনিয়োগকারীদের নাভিশ্বাস ওঠে। মন্দা কাটাতে কেন্দ্রীয় ব্যাংক গত ১০ ফেব্রুয়ারি শেয়ারবাজারে বিনিয়োগের জন্য প্রতিটি ব্যাংককে ২০০ কোটি টাকা করে তহবিল গঠনের নির্দেশ দিয়ে সার্কুলার জারি করে। এ খবরে শেয়ারবাজারে কয়েক দিন উত্থান প্রবণতা ছিল। এ নিয়ে বেশিরভাগ ব্যাংক নিষ্ক্রিয় থাকায় আবারও শেয়ারবাজার ফেরে পতনের ধারায়। এদিকে করোনা সংকটের মধ্যে সূচকের পতন ঠেকাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সার্কিট ব্রেকার বেধে দেয়। এতে করে শেয়ারবাজারের পতন আটকে গেলেও গতি থমকে ছিল। অনেকটা বন্ধ ছিল বেশিরভাগ কোম্পানির লেনদেন। সবশেষ ঈদুল আজহার পর বাজারে গতি ফিরতে শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। লেনদেনে দেখা গেছে, বছরের ১৯ জানুয়ারি ডিএসইতে সর্বোচ্চ অর্থাৎ ২৩২ পয়েন্ট বেড়েছিল। আর গতকাল সূচক ১৮০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১ হাজার ১২৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার। যা আগের দিনের চেয়ে ২৯২ কোটি ১১ লাখ টাকা বেশি। ডিএসইতে ৩৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৯৩টির বা ৮২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। দর কমেছে ৪২টির বা ১২ শতাংশের এবং ২০টি বা ৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। অপরদিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৮৯ পয়েন্টে। সিএসইতে হাতবদল হওয়া ২৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২১০টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর। সিএসইতে ২৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শিরোনাম
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
- পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি কমিশনার
- গাজায় ৪০ হাজার শিশুকে টিকা দিবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ
- মার্কিন নির্বাচনে হামলার পরিকল্পনায় আফগান নাগরিকের ১৫ বছরের দণ্ড
সূচকের ব্যাপক উত্থানে চাঙ্গা শেয়ারবাজার
লেনদেন ছাড়াল হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর