সোমবার, ২৬ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
গৃহবধূকে পাঁচ টুকরা করে হত্যা

তিন আসামির তিন দিন করে রিমান্ড

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে ১নং ওয়ার্ডের নূরজাহান বেগমকে (৫৭) পাঁচ টুকরা করে হত্যা মামলার তিন আসামিকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গতকাল দুপুরে তিন আসামিকে আদালতে উপস্থিত করে ওই হত্যা মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। এ বিষয়ে দুপুরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম মোছলে উদ্দিনের আদালত একেক জনকে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলেন হত্যা মামলার এজাহার নামীয় ৬নং আসামি চরজব্বার ইউনিয়নের জাহাজমারা এলাকার মৃত মমিন উল্যার ছেলে মো. ইসমাইল (৩৫), মামলার ৭নং আসামি চরজব্বার ইউনিয়নের জাহাজমারা এলাকার মারফত উল্যার ছেলে মো. হামিদ (৩৪) ও কালাম ওরফে মামুন (৩৫)। উল্লেখ্য, নিহত নূরজাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আবদুল বারেকের স্ত্রী। তিনি আট ছেলে ও এক মেয়ে সন্তানের জননী। গত ৭ অক্টোবর বিকাল ৫টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজ মারা গ্রামের প্রভিডা ফিডে পিছনের একটি ধান ক্ষেত থেকে এই গৃহবধূর টুকরো টুকরো মরদেহের সন্ধান পায় পুলিশ। পরে এ মামলায় গ্রেফতারকৃত আসামিদের মধ্যে চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে নিহতের ছেলের বন্ধু নিরব ও কসাই নুর ইসলামের স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো চাপাতি, বালিশ, কোদাল, ভিকটিমের ব্যবহৃত কাপড় উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর