শিরোনাম
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

আওয়ামী লীগের অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নৌকার মেয়র প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণায় মাঠে নেমেছেন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতা এতে যোগ দিয়েছেন। নৌকার প্রার্থীর পক্ষে তারা অংশ নিচ্ছেন নিয়মিত গণসংযোগের পাশাপাশি সাংগঠনিক সভা, মতবিনিময় ও কর্মী সমাবেশেও। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দফায় দফায় করছেন উঠান বৈঠকও। তবে ৮ জানুয়ারি থেকে নির্বাচনী আচরণবিধি মেনেই মেয়র থেকে শুরু করে সংরক্ষিত ও সাধারণ কাউন্সিলর প্রার্থীরা নির্ঘুম প্রচারণা চালিয়ে আসছেন বলে জানান চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিকের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান। দলীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের দিন-তারিখ নতুন করে ঘোষণার পর থেকেই নৌকার প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। কেন্দ্রীয় নির্দেশনায় প্রতিনিয়ত হচ্ছে দফায় দফায় বৈঠকও। নির্বাচন ঘিরেই আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে দেখা দিয়েছে ঐক্যের সুর। দলের শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য, একাধিক এমপিসহ শীর্ষ নেতারা চট্টগ্রামে পৃথক বৈঠক করছেন। নগর আওয়ামী লীগের বর্ধিত সভা থেকে নেতা-কর্মীদের নির্দেশনাও দেওয়া হয়েছে। মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচার সেল প্রধান ও যুবলীগের অন্যতম নেতা ফরিদ মাহমুদ বলেন, কেন্দ্রীয় ও চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতা-কর্মীরা দলের মেয়র প্রার্থীর পক্ষে কাজ করছেন। আচরণবিধি মেনেই তারা প্রচারণায় অংশ নিচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্র্রচারণা, আলোচনা বা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল উদ্দিন, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য মনজুর আলম শাহীন, যুবলীগ যুগ্মসাধারণ সম্পাদক বদিউল আলম, মীর মহিউদ্দিন, আবদুর রহমান, নাসির উদ্দিন মিন্টু, ব্যারিস্টার শেখ তৌফিকুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ সহসভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী জহির, মাহমুদুল হাসান তুষারসহ আরও অনেকেই। এ ছাড়া আওয়ামী লীগের নগর ও জেলা নেতারাও উপস্থিত রয়েছেন। অন্যদিকে প্রতিটি ওয়ার্ডের নেতা-কর্মীরাও সক্রিয়ভাবে মাঠে রয়েছেন। এখানে নৌকা প্রতীক বা দলের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে জেতাতে ‘অনড়’ অবস্থানে রয়েছেন নগর আওয়ামী লীগসহ অঙ্গদলের নেতা-কর্মীরা।

সর্বশেষ খবর