শিরোনাম
বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

প্রধানমন্ত্রী কার্যালয়ের স্বাক্ষর জালিয়াতি, এক ব্যক্তিকে পুলিশে দিল হাই কোর্ট

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী কার্যালয়ের এক কর্মকর্তার সিল ও স্বাক্ষর জালিয়াতির মামলায় লালমনিরহাটের ট্রাকমালিক মো. করিম মিয়াকে জামিন না দিয়ে পুলিশে দিয়েছে হাই কোর্ট। করিম গতকাল আদালতে হাজির হয়ে আগাম জামিন চাইলে তার বিরুদ্ধে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাই কোর্ট বেঞ্চ এ ব্যবস্থা নেয়।

আদালতে ছিলেন আসামিপক্ষে আমজাদ হোসেন আর রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুল ইসলাম। পরে মনিরুল ইসলাম জানান, আদালতের নির্দেশে করিমকে শাহবাগ থানায় নেওয়া হয়েছে। আদালত এ সময় কোনো মন্তব্য করেছে কি না- জানতে চাইলে তিনি বলেন, আদালত বলেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর জালের যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে তা ক্ষমার অযোগ্য। এদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া জরুরি। মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ভোরে রংপুর-বগুড়া মহাসড়কের বড় ঈদগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে লালমনিরহাট থেকে ঢাকাগামী বাঁশবোঝাই একটি ট্রাক থামায় হাইওয়ে পুলিশ। জিজ্ঞাসাবাদে ট্রাকচালক আজিম উদ্দিন ও তার সহকারী মোতালেব হোসেন জানান, এ বাঁশ প্রধানমন্ত্রীর বাসভবনে রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তখন তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী সামরিক সচিব মো. সাইফ উল্লাহর সিল ও স্বাক্ষর দেওয়া একটি চিঠি দেখান। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ড্রাইভার জানান, চিঠিটি তাকে দেন ট্রাকমালিক করিম মিয়া। পুলিশের সন্দেহ হলে বাঁশভর্তি ট্রাক ও চিঠিটি জব্দ করে হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলের সুপার ও সহকারী পুলিশ সুপারকে জানানো হয়। পুলিশ সুপার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী সামরিক সচিব মো. সাইফ উল্লাহর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তিনি লেফটেন্যান্ট কর্নেল নন, তিনি কর্নেল। তা ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ধরনের কোনো চিঠি দেওয়া হয়নি। তখন আটক ব্যক্তিরা স্বাক্ষর জালের কথা স্বীকার করেন। পরে ট্রাকের মালিক করিম, ট্রাকচালক আজিম ও তার সহকারী মোতালেবের বিরুদ্ধে মামলা করেন রংপুরের পীরগঞ্জের বড়দরগাহ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোয়াজ্জেম হোসেন। ট্রাকমালিক করিমের বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বালাপাড়া গ্রামে। আজিমের বাড়ি একই উপজেলার উত্তর বত্রিশ হাজারী গ্রামে।

সর্বশেষ খবর