শিরোনাম
শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

সমস্যা এড়িয়ে টিকিয়ে রাখা হয়েছে

------- সালেহউদ্দিন আহমেদ

সমস্যা এড়িয়ে টিকিয়ে রাখা হয়েছে

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের ব্যাংকিং খাতে পুরনো সমস্যাকে জিইয়ে রাখা হয়েছে। খেলাপি ঋণের সমস্যা সমাধানে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যাওয়া হয়েছে। সমস্যাটি টিকিয়ে রাখা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর এত বেশি খেলাপি কেন থাকবে? কভিডকালীন খেলাপি ঋণের ওপর কিছু ছাড় বা সুবিধা দেওয়া হয়েছে। এখন আর সুবিধা না দিয়ে নতুন করে আদায়ের জন্য পদক্ষেপ নিতে হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের উচিত প্রতিটি ব্যাংকের আলাদা করে মনিটরিংয়ের ব্যবস্থা করা। তাদের নির্দিষ্ট লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে নির্দেশ দিতে হবে। আর্থিক প্রতিবেদনগুলো খুঁটিয়ে পর্যবেক্ষণ করা উচিত। তিনি বলেন, প্রয়োজনে ব্যাংকগুলোর নির্দেশনা জারি করতে হবে বেঁধে দেওয়া লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারলে কর্মকর্তাসহ সবার কিছু কিছু সুবিধা বাতিল করা হবে। নিয়মমতো পরিচালনা করতে না পারলে পরিচালকদের সুবিধা বাতিল করতে হবে। তিনি আরও বলেন, আমাদের ব্যাংকিং খাতে বড় দুর্বলতা সিস্টেম মেনে কাজ না করা। চেক অ্যান্ড ব্যালান্স সঠিকভাবে পরিপালন করা হয় না। এটা দুর্ভাগ্যজনক। এ কারণে বাংলাদেশ ব্যাংকের সঠিকভাবে আইনি কাঠামো মেনে পদক্ষেপ নিতে হবে।

সর্বশেষ খবর