বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফুলের গ্রাম সাবদী

রোমান চৌধুরী সুমন, নারায়ণগঞ্জ

ফুলের গ্রাম সাবদী

এ যেন ফুলের সাম্রাজ্য। চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। শুনলে মনে হবে স্বপ্ন বা কল্পকাহিনি। চারদিকে শুধু লাল, নীল, গোলাপি, বেগুনি, হলুদ, সাদা বাহারি ফুল। গ্রামের পর গ্রাম ধু-ধু প্রান্তরে যত দূর চোখ যায় শুধু ফুল আর ফুল। এ রকম মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাওয়া যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী গ্রামে। স্থানীয়সহ নারায়ণগঞ্জের মানুষ এ গ্রামকে এখন নানা নামে ডাকে। কেউ বলে ফুলের গ্রাম, কেউ বলে ফুলের রাজ্য, কেউবা বলে ফুলসাম্রাজ্য। আর একটু শিক্ষিত মানুষ এ গ্রামকে বলে ‘ফ্লাওয়ার ওয়ার্ল্ড’। মূলত এ গ্রামের মানুষ একটি নির্দিষ্ট মৌসুমে ফুলের চাষ করে। এতে এ গ্রাম থেকে বছরে ৫০ কোটি টাকার ফুল বিক্রির প্রত্যাশা করছেন চাষিরা। এ ছাড়া প্রতিদিন ঢাকা ও আশপাশ এলাকা থেকে ভ্রমণপিপাসু মানুষ ভিড় জমাচ্ছে ওই গ্রামে। সরেজমিন গিয়ে দেখা যায়, সাবদী গ্রাম ছাড়াও পাশের দীঘলদী, মাধবপাশা, আরজাদী, ফেলারদী, আখতলা, মুখকলদী, শেলসারদী ও বন্দর ইউনিয়নের চৌধুরীবাড়ী, চিনারদী, মোল্লাবাড়ী, কলাবাগ, নবীগঞ্জ, তিনগাঁওয়ে জমিতে বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রজাতির ফুলের চাষ করেছেন চাষিরা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর