বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ ০০:০০ টা

মুক্তিযুদ্ধের কোনো অঙ্গীকারই সরকার পূরণ করেনি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার ইশতেহার কিংবা মুক্তিযুদ্ধের কোনো অঙ্গীকারই আওয়ামী লীগ সরকার পূরণ করেনি। তারা একদলীয় বাকশাল গঠন করেছিল। পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছিল। অধিকারগুলো হরণ করে নিয়েছিল। আজকে একটা ভিন্ন মোড়কে ছদ্মবেশে তারা একদলীয় শাসন ব্যবস্থা চালু রেখেছে। আজকে সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ১৯৭১ সালের চেতনা নিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, অধিকার প্রতিষ্ঠা  করার জন্য কাজ করার আহ্বান জানান। মির্জা ফখরুল স্বাধীনতার ইশতেহার দিবস উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটি আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান। ১৯৭১ সালের ৩ মার্চ পল্টন ময়দানে তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা শাহজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। এর আগের দিন ডাকসুর ভিপি আ স ম আবদুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত শাহজাহান সিরাজের স্ত্রী রাবেয়া সিরাজ টাঙ্গাইলে আরেকটি কর্মসূচিতে থাকায় অনুষ্ঠানে আসতে পারেননি।

বিএনপি গঠিত সুবর্ণজয়ন্তী জাতীয় কমিটির সদস্য আবদুস সালামের পরিচালনায় এতে জাতীয় কমিটির আহ্বায়ক, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, হাবিবুর রহমান হাবিব, ফজলুল হক মিলন, শহিদ উদ্দিন চৌধুরী, নাজিম উদ্দিন আলম, জহির উদ্দিন স্বপন, মোস্তাফিজুর রহমান বাবুল, হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য রাখেন।

 মির্জা ফখরুল বলেন, কারও সেবাদাসে পরিণত হতে চাই না। আমরা কারও হুকুমের দাস হতে চাই না। আমরা আমাদের অধিকারগুলো প্রতিষ্ঠা করতে চাই। নিজেদেরকে আরও বিকশিত করতে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ বংশধরের জন্য সত্যিকার অর্থেই একটা আবাসস্থল গড়ে তুলতে চাই, যেখানে তারা মুক্ত বাতাসের অবস্থায় বাস করতে পারবে।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের উদ্দেশ্য প্রকৃত ইতিহাস তুলে ধরা। এই ৩ মার্চে তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক পরিবর্তীকালে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান সিরাজ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। গতকাল পালন করেছি পতাকা উত্তোলন দিবস। সেই সময়ে ডাকসুর ভিপি ছাত্র সংগ্রাম পরিষদের নেতা আ স ম আবদুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর