মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে খবর

ঘর পাচ্ছেন সেই দম্পতি

নওগাঁ প্রতিনিধি

ঘর পাচ্ছেন সেই দম্পতি

নওগাঁর মান্দায় গরু ও মানুষ একঘরে বসবাস করার সংবাদ গতকাল বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত হয়। বিষয়টি জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে বিষ্ট পাহান এবং পূর্ণিমা পাহান দম্পতিকে আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

এই দম্পতি জানান, সরকারের পক্ষ থেকে আমাদের নিজস্ব জায়গাসহ পাকা ঘর নির্মাণ করে দেওয়ার খবরে আমরা অত্যন্ত খুশি। বর্তমান সরকারপ্রধানকে আমরা দোয়া ও ধন্যবাদ জ্ঞাপন করছি। মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, গতকাল নির্দেশনা পাওয়া মাত্রই জায়গা নির্বাচনসহ বাড়ি নির্মাণের কাজ শুরু করা হয়েছে। আশা করছি, এক মাসের মধ্যে ওই দম্পতির জন্য জমিসহ একটি পাকা ঘর উপহার দেওয়া যাবে। জেলা প্রশাসক হারুন-অর-রশীদ জানান, ওই দম্পতির জন্য জমিসহ একটি পাকা বাড়ি দ্রুত হস্তান্তর করার লক্ষ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে ওই দম্পতি সরকারের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতাধীন পাকা বাড়িতে বসবাস করতে পারবেন। উল্লেখ্য, মান্দার ভারশোঁ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালিসফা গ্রামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিষ্ট পাহান এবং পূর্ণিমা পাহান দম্পতি একটি কুঁড়েঘরে দুটি গরু নিয়ে বসবাস করে আসছিলেন। ওই ঘরটিও ছিল অন্যের জমিতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর