মাদারীপুরে জিয়াবুল হত্যা মামলার সাক্ষী মোয়াজ্জেম সরদার (৫৫) ও তার স্ত্রী মাকসুদা বেগমের (৫০) গলিত লাশ পাওয়া গেছে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের রাজারচর এলাকার একটি শুকনো খালে। গতকাল দুপুরে পুলিশ এ লাশ উদ্ধার করেছে। এর পাঁচ দিন আগে তাদের অপহরণ করা হয়েছিল। তাদের বাড়ি একই ইউনিয়নের পার্শ্ববর্তী কোলচরি স্বস্তাল এলাকায়। লাশ উদ্ধারের পর থেকে জিয়াবুল হত্যা মামলার আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছে। পুলিশ বলছে, তিন-চার দিন আগে এই দম্পতিকে হত্যা করে লাশ খালে ফেলে রাখে অপহরণকারীরা। উদ্ধার হওয়া লাশ দুটির বিভিন্ন অংশ পচে গলে গেছে। জানা গেছে, প্রায় এক বছর আগে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজারচর এলাকায় জিয়াবুল মোল্লা নামে এক যুবক খুন হন। এ হত্যা মামলায় আসামি করা হয় একই এলাকার বজলু ব্যাপারী, হাবি ব্যাপারীসহ ব্যাপারী বাড়ির অনেককেই। মামলায় মোয়াজ্জেম, তার স্ত্রী মাকসুদা বেগম ও তাদের সৌদি প্রবাসী ছেলে সাঈদ সরদার ছিলেন গুরুত্বপূর্ণ সাক্ষী। সাক্ষী হওয়া নিয়ে বজলু ব্যাপারীর সঙ্গে মোয়াজ্জেমের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। নিহত মোয়াজ্জেমের মেয়ে সাদিয়া আক্তার বলেন, ‘আমার মা-বাবাকে ভাড়াটে লোক দিয়ে হত্যা করা হয়েছে। আমার মা ও একমাত্র ভাই হত্যা মামলার সাক্ষী ছিলেন। কৃষিকাজ করানোর জন্য দুজন শ্রমিক ভাড়া করে এনেছিলেন বাবা। আমার মা-বাবা নিখোঁজ হওয়ার রাতেই আশরাফ নামে এক শ্রমিক পালিয়ে যায়। আমরা ধারণা করছি আমাদের শত্রুরা আশরাফকে সঙ্গে নিয়ে আমার মা-বাবাকে হত্যা করেছে। আমি হত্যার বিচার চাই, হতাকারীদের ফাঁসি চাই। মামলার বাদী মোয়াজ্জেমের জামাতা মো. ইমরান সরদার বলেন, ‘অপহরণের নাটক সাজিয়ে এটি পরিকল্পিত একটি হত্যাকান্ড। আমরা পুলিশের কাছে সব খুলে বলেছি। আশা করব পুলিশ অপরাধীদের খুঁজে বের করে কঠোর শাস্তির ব্যবস্থা করবে।’ কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক বলেন, ‘লাশ ৩-৪ দিন আগে থেকেই খালে পড়ে ছিল। লাশের বেশির ভাগই পচে গলে গেছে। তাই তাদের কীভাবে মারা হয়েছে সেটি বোঝা যাচ্ছে না। তবে লাশ দুটির হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিল। আমরা ধারণা করছি, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।’
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন