বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

মামুনুল হকের চুক্তিভিত্তিক বিয়ের বৈধতা নেই

হাক্কানি আলেম সমাজ

নিজস্ব প্রতিবেদক

হাক্কানি আলেম সমাজের সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সম্প্রতি হেফাজতের এক নেতা অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়েন, তা অত্যন্ত লজ্জাজনক। হেফাজত নেতা মামুনুল হকের চুক্তিভিত্তিক বিয়ের বৈধতা নেই। কারণ এ দেশে চুক্তিভিত্তিক বিয়ের কোনো ধরনের বৈধতা নেই। হেফাজত নেতা মামুনুল হক ধর্মের অপব্যাখ্যা  দিয়ে তার অনৈতিক কর্মকান্ড   বৈধ করার যে চেষ্টা চালাচ্ছেন তা দেশের আলেম সমাজ মেনে   নেবে না।

গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে হাক্কানি আলেম সমাজ আয়োজিত  এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পীর মুফতি এহসানুল হক আল মোজ্জাদ্দেদী। তিনি বলেন, পবিত্র ইসলাম ধর্মকে হেফাজতে ইসলাম নামের সংগঠনটি যেভাবে কলঙ্কিত করে আসছে তাতে আলেম সমাজ লজ্জিত ও হতভম্ব। গত ২৫ থেকে ২৮ মার্চ হেফাজতে ইসলামের কর্মীরা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জ্বালাও-পোড়াওয়ের মাধ্যমে যে ক্ষতি করেছে তা ইসলাম সমর্থ করে না। হেফাজতের অনেক নেতা ধর্মের অপব্যাখ্যা দিয়ে ধর্মকে কলঙ্কিত করছেন, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হোক। এক প্রশ্নের উত্তরে সংগঠনের সভাপতি ড. কাফিলদ্দিন সরকার সালেহী বলেন, অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম ইমান, আলেম ও দ্বীন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে ধর্মের অপব্যাখ্যা দিয়ে রাজনৈতিক কর্মকান্ডে জড়িত হয়ে পড়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ড. আবদুল মোমেন সিরাজী, কারি হাফিজুল হক, লোকমান সাইফুল, মুফতি ফয়জুল্লাহ (ঢাকা সেন্ট্রাল জেল ইমাম), মাওলানা মঈনউদ্দিন ফারুকী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর